রাজ্য বিভাগে ফিরে যান

ভ্যাপসা গরম থেকে কবে মিলবে মুক্তি? রইল আপডেট

June 8, 2024 | < 1 min read

ভ্যাপসা গরম থেকে কবে মিলবে মুক্তি?ছবি সৌজন্যে: Reuters

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজকে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে ইতিমধ্যেই, সেখানে বিক্ষিপ্ত ভাবে শুরু হয়েছে বৃষ্টিও। তবে, দক্ষিণবঙ্গে বর্ষা আসতে দেরি হবে বলেই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আবারও রাজ্যের কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের পূর্বাভাস, শনিবার থেকে তাপপ্রবাহ শুরু হবে। তিনটে জেলায় এই তাপপ্রবাহ চলবে।পশ্চিমের চার জেলা বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহ শুরু হবে। একইসঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা এক ধাক্কায় বাড়তে পারে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস।

TwitterFacebookWhatsAppEmailShare

#Weather forecast, #Weather Update

আরো দেখুন