হচ্ছে টা কী? বিভাগে ফিরে যান

শীঘ্রই রাজ্যের দশ বিধানসভা আসনে উপনির্বাচন, কারা পেতে পারেন শাসক দলের টিকিট?

June 8, 2024 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: একাধিক বিধায়ক লোকসভায় জিতে সাংসদ হয়েছেন, ফলে ফাঁকা হয়েছে সেই আসনগুলো। তাড়াতাড়ি দশ আসনে উপনির্বাচন হতে পারে। কাদের প্রার্থী করতে পারে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস?

সিতাইয়ের বিধায়ক জগদীশচন্দ্র বাসুনিয়া জয়ী হয়েছেন কোচবিহার লোকসভা আসনে। ফলে তাঁর আসন এখন ফাঁকা, সেখানে প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায়কে প্রার্থী করতে পারে তৃণমূল।

আলিপুরদুয়ার বিধনসভার বিধায়ক মনোজ টিজ্ঞা লোকসভা ভোট দিল্লি যাচ্ছেন, সেই আসনে উপনির্বাচনে বিক্ষুব্ধ বিজেপি নেতা জন বারলাকে প্রার্থী করতে পারে তৃণমূল। জন বারলা কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য ছিলেন। কিন্তু সদ্য সমাপ্ত লোকসভা ভোটে বিজেপি তাঁকে টিকিট দেয়নি। ক্ষোভে ফেটে পড়েছিলেন বারলা। শোনা যাচ্ছে, তিনি তৃণমূলে চলে আসতে পারেন।

রায়গঞ্জ লোকসভা আসন থেকে প্রার্থী হন বিধায়ক কৃষ্ণ কল্যাণী, বিধায়ক পদে ইস্তফা দেন। রায়গঞ্জ বিধানসভা আসন শূন্য হওয়ায়, উপনির্বাচন হবে। তৃণমূল প্রার্থী করতে পারে কৃষ্ণ কল্যাণীকে।

রানাঘাট-দক্ষিণ বিধানসভা আসনে তৃণমূল প্রার্থী করতে পারে, রুপালি বিশ্বাসকে। তিনি প্রাক্তন বিধায়ক প্রয়াত সত্যজিৎ বিশ্বাসের স্ত্রী। উনিশ লোকসভা ভোটেও তৃণমূলের টিকিটে লড়েছিলেন। শঙ্কর সিং এবং মুকুটমণি অধিকারীর নাম শোনা যাচ্ছে।

বাগদা বিধানসভা আসনে বিশ্বজিৎ দাসকে প্রার্থী করতে পারে তৃণমূল। মমতা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরের নামও ঘোরাফেরা করছে বলে জানা যাচ্ছে।

নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক সাংসদ হওয়ায় ছাত্র নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্যকে প্রার্থী করতে পারে তৃণমূল।

হাড়োয়া বিধানসভা আসনের বিধায়ক শেখ হাজি নুরুল ইসলাম সাংসদ হওয়ায়, তাঁর আসনেও ফের ভোট হবে। ওই আসনে প্রয়াত ইদ্রিস আলির পুত্র ইমরান আলিকে প্রার্থী করতে পারে রাজ্যের শাসক দল।

মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়াও এবার দিল্লি যাচ্ছেন, ফলে তাঁর কেন্দ্রে উপনির্বাচন হবে। ওই আসেন তৃণমূলের টিকিট পেতে পারেন অভিনেত্রী কৌশানি। আবার খড়্গপুরের প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকারের নামও উঠে আসছে চর্চায়।

তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী, বাঁকুড়া লোকসভা আসনে জয়ী হয়েছেন। তাঁর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী করা হতে পারেন সমীর চক্রবর্তীকে। এমনই খবর শাসক দলের অন্দরে। আবার শোনা যাচ্ছে, সুজাতা মন্ডলকেও প্রার্থী করতে পারে তৃণমূল।

মানিকতলা আসন দীর্ঘদিন ধরে বিধায়ক শূন্য, প্রয়াত মন্ত্রী সাধন পান্ডের আসনে শ্রেয়া পান্ডেকে প্রার্থী করতে পারে তৃণমূল। আবার শোনা যাচ্ছে, কুনাল ঘোষও ওই আসনে টিকিট পেতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

#politics, #By Election, #By elections, #West Bengal, #Bengal

আরো দেখুন