দেশ বিভাগে ফিরে যান

হিন্দি বলয়ের জোর ধাক্কা, চার রাজ্যে BJP খোয়ালো ৪৯টি আসন

June 9, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: তিনশো পেরোনো বিজেপিকে ২৪০-এ নামিয়ে এনেছে জনগণ! বিজেপির তথাকথিত গড় হিসাবে পরিচিতি হিন্দি বলয়েই বিজেপি প্রায় ৪৯ টি আসন হারিয়েছে। চারটি রাজ্য; উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার ও হরিয়ানা মিলিয়ে ৪৯টি আসনে পদ্ম শুকিয়ে ঝরে গিয়েছে।

২০২৪ সালে দেশজুড়ে বিজেপিকে হারাতে হয়েছে উনিশে জেতা ৮৬টি আসন। ২৩টি নতুন আসন জিতেছে পদ্ম। ২০১৯ সালের তুলনায় বিজেপির ভোট কমেছে ১.২ শতাংশ। বিজেপি সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে উত্তরপ্রদেশে। ২০১৯ সালে যোগী রাজ্যে ৮০টির মধ্যে ৬২টি আসনে পদ্ম ফুটেছিল। এবার তা কমে হয়েছে মাত্র ৩৩! বিজেপির আসন কমেছে ২৯টি। উত্তরপ্রদেশে বিজেপির প্রাপ্ত ভোট একধাক্কায় ৮.৬১ শতাংশ কমেছে। রাজস্থানে বিজেপির আসন কমেছে ১০টি। ভোট শতাংশ ৯.৮৩ শতাংশ হ্রাস পেয়েছে। বিহারে আসন কমেছে পাঁচটি, ভোটের হার ৩.৫৪ শতাংশ নেমেছে। হরিয়ানায় বিজেপির ভোট কমেছে ১২.১ শতাংশ, সেখানে পাঁচটি আসন হারাতে হয়েছে বিজেপিকে।

এছাড়াও বিজেপি জোর ধাক্কা খেয়েছে মহারাষ্ট্রে। আসন কমেছে ১৪টি, ভোট কমেছে ১.৬৬ শতাংশ। কর্ণাটকে বিজেপির আসন কমেছে ৮টি, ভোট কমেছে ৫.৬৯ শতাংশ। বাংলায় ৬টি আসন হারিয়েছে বিজেপি, ভোট কমেছে ১.৯১ শতাংশ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Loksabha Election 2024, #Narendra Modi, #bjp

আরো দেখুন