দেশ বিভাগে ফিরে যান

শপথ নিলেন মোদী, বাংলা পেল দুই মন্ত্রী শান্তনু এবং সুকান্ত

June 9, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: টানা তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন মোদী। এদিন মোট ৭২ জন মন্ত্রী শপথগ্রহণ করেন। ক্যাবিনেট মন্ত্রী হলেন ৩০ জন। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী হলেন পাঁচজন। বাকিরা প্রতিমন্ত্রী। বিজেপির পাশাপাশি মোট বারোজন জোটসঙ্গীকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, দুটি করে মন্ত্রিত্ব পাচ্ছে চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি এবং নীতীশ কুমারের দল। বাকি আটটি দলের একজন করে নেতা মন্ত্রী হতে চলেছেন।

মোদীর পরেই এদিন শপথ নেন রাজনাথ সিং, এরপর একে একে অমিত শাহ, নীতিন গড়কড়ি। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা রাজ্যসভার সাংসদ ছিলেন। আজ মন্ত্রিসভার সদস্য হিসাবে শপথ গ্রহণ করলেন তিনি। শপথ নেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করেও মন্ত্রিসভার সদস্য হিসাবে শপথ নিলেন নির্মলা সীতারমণ। মন্ত্রী পদে শপথ নিলেন এস. জয়শঙ্কর, কেন্দ্রীয় মন্ত্রী পদে শপথ নেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর, দেবেগৌড়ার পুত্র কুমারস্বামী। মন্ত্রিসভার সদস্য হিসাবে শপথ গ্রহণ করলেন পীযূষ গোয়েল, ধর্মেন্দ্র প্রধান, জুয়েল ওরাম, গিরিরাজ সিং, ডা. বীরেন্দ্র কুমার, অশ্বিনী বৈষ্ণব, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ভূপেন্দ্র যাদব, গজেন্দ্র সিং শেখাওয়াত। শরিক দলের নেতা জিতেনরাম মাঝি, রাজীব রঞ্জন সিং, এলজেপি সাংসদ চিরাগ পাসওয়ান শপথ নেন। এছাড়া শপথ নিলেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্ব্বানন্দ সোনওয়াল। মন্ত্রী পদে শপথ নেন কিঞ্জারাপু রামমোহন এবং প্রহ্লাদ জোশী। কিরণ রিজিজু, হরদীপ সিং পুরী, জি. কিষাণ রেড্ডি সঙ্গে শপথ নেন।

মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানের মঞ্চে সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুরকে বসে থাকতে দেখেই নিশ্চিত হয়ে গিয়েছে তাঁরা মন্ত্রী হচ্ছেন।

বাংলা থেকে দু’জনই প্রতিমন্ত্রী হলেন। এবারেও বাংলার ভাগ্যে পূর্ণমন্ত্রী জুটল না।

TwitterFacebookWhatsAppEmailShare

#Narendra Modi, #sukanta majumder, #Oath, #Santanu Thakur

আরো দেখুন