কলকাতা বিভাগে ফিরে যান

সম্পত্তি করে আর মিলবে না বিপুল ছাড়! আগস্ট থেকে নতুন কী স্কিম আনছে পুরসভা?

June 9, 2024 | < 1 min read

আগস্ট থেকে নতুন কী স্কিম আনছে পুরসভা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আর মিলবে না বকেয়া সম্পত্তি করের উপর বিপুল ছাড়! জুলাই পর্যন্ত পুরনো হারে ছাড় পাওয়া গেলেও পয়লা আগস্ট থেকে বন্ধ হয়ে যাচ্ছে সুদের উপর ৫০ শতাংশ এবং জরিমানার উপর ৯৯ শতাংশ ছাড়। এবার নয়া ওয়েভার স্কিম চালু করছে কলকাতা পুরসভা। এবার থেকে সম্পত্তি কর যতদিন বকেয়া রয়েছে, সুদ এবং জরিমানার উপর তত কম ছাড় পাবেন তিনি। শুক্রবার মেয়র পরিষদের বৈঠকে এমনটাই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গিয়েছে।

সম্পত্তিকর মূল্যায়ন এবং রাজস্ব আদায় বিভাগ সূত্রে খবর, ২ বছরের কম বকেয়া আছে, এমন করদাতারা করের টাকা মেটালে জরিমানার উপর ৯৯ শতাংশ ও সুদের ৫০ শতাংশ মকুব করা হবে। ২বছর বা তার বেশি অথবা ৫ বছরের কম সময়ের বকেয়া থাকলে জরিমানার উপর ৭৫ শতাংশ ও সুদের উপর ৪৫ শতাংশ ছাড় মিলবে। ৫ বছর বা তার বেশি কিন্তু ১০ বছরের কম বকেয়া জরিমানার উপর ৫০ শতাংশ ও সুদের উপর ৪০ শতাংশ ছাড় দেওয়া হবে। ১০ বছর বা তার বেশি সময় ধরে বকেয়া থাকলে জরিমানার উপর ২৫ শতাংশ ও সুদের উপর ৩৫ শতাংশ ছাড় মিলবে। আরও জানা গিয়েছে যে, এই নয়া ওয়েভার স্কিমে আবেদনকারীর ছাড় দেওয়ার পর যে টাকা কর বাবদ দিতে হবে, তা প্রথমে জমা দিতে হবে। তারপর ছাড়ের জন্য আবেদন জানাতে হবে। ছাড়ের বিষয়টি সম্পূর্ণ পুরসভার বিবেচনাধীন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #KMC, #waiver scheme, #property tax

আরো দেখুন