রাজ্য বিভাগে ফিরে যান

বাংলাদেশি সাংসদ খুনের তদন্তে বাগজোলা খাল থেকে উদ্ধার হল হাড়, হবে DNA পরীক্ষা

June 10, 2024 | < 1 min read

বাংলাদেশি সাংসদ খুনের তদন্তে বাগজোলা খাল থেকে উদ্ধার হল হাড়, হবে DNA পরীক্ষা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম আনারকে খুনের ঘটনায় জড়িত থাকা অন্যতম অভিযুক্ত সিয়াম হোসেনকে অবশেষে গ্রেপ্তার করেছে সিআইডি। তারপরেই রবিবার বাগজেলা খাল এলাকায় সিয়ামকে এনে তল্লাশি চালিয়েছে সিআইডির বিশেষ তদন্তকারী দল।

খাল থেকে উদ্ধার হয়েছে হাড়গোড়। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ওই হাড় মানুষের। তবে হাড় আনোয়ারউলেরই কি না জানতে করতে হবে DNA পরীক্ষা। সিআইডির তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ধৃত সিয়াম হোসনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের সময় তার নির্দিষ্ট করা জায়গা থেকে হাড়গোড় উদ্ধার হয়েছে। তার মধ্যে বেশ কয়েকটি মানুষের হাড় রয়েছে বলে চিহ্নিত করেছেন ঘটনাস্থলে উপস্থিত জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল অফিসার ও কেন্দ্রীয় ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির বিশেষজ্ঞরা। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের কৃষ্ণমাটি গ্রামের বিজয়গঞ্জ বাজার লাগোয়া বাগজোলা খালের দক্ষিণ – পূর্ব পাড় থেকে উদ্ধার হয়েছে হাড়গুলি।

TwitterFacebookWhatsAppEmailShare

#CID, #Bangladesh MP Murder Case, #Bones CID, #Bones

আরো দেখুন