কলকাতা বিভাগে ফিরে যান

বেসরকারি চাকরির বাজার বেড়েছে কলকাতায়, কী বলছে ফাউন্ডইট?

June 10, 2024 | < 1 min read

বেসরকারি চাকরির বাজার বেড়েছে কলকাতায়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অন্যান্য মহানগর, বড় শহরের তুলনায় কলকাতার কাজের বাজার বৃদ্ধি পেয়েছে। চাকরি সংক্রান্ত উপদেষ্টা সংস্থা ফাউন্ডইটের রিপোর্ট এমনই জানা যাচ্ছে। গত বছর মে মাসে সূচক ছিল ২৬৫। তা বেড়ে হয়েছে ২৯৫। দেশে কাজের বাজার বেড়েছে ১১ শতাংশ। কলকাতায় এক বছরে বেসরকারি কাজের বাজার বেড়েছে ২১ শতাংশ হারে। দেশের বাকি মেট্রো শহরগুলি তুলনায় এগিয়ে কলকাতা। দিল্লিতে হার ১৭ শতাংশ, চেন্নাইয়ে ৮ শতাংশ। মুম্বইয়ের মতো শহরে চাকরির বাজার বাড়েনি, উল্টে কমেছে।

রিপোর্ট অনুযায়ী, বেঙ্গালুরুতে বৃদ্ধি হার ২২ শতাংশ, জয়পুরে ১৭ শতাংশ, হায়দরাবাদে ১৬ শতাংশ। পুনে, কোয়েম্বাত্তুর, ভদোদরার মতো শহরগুলিতে চাকরির বাজার বৃদ্ধির হার মোটামুটি। কাজের বাজারের বৃদ্ধির হার ঋণাত্মকে রয়েছে আহমেদাবাদ, কোচি, চণ্ডীগড় ইত্যাদি শহর।

ফাউন্ডইটের রিপোর্ট বলছে, উৎপাদন শিল্পক্ষেত্রে বৃদ্ধির হার ২৯ শতাংশ। তথ্য-প্রযুক্তিতে বৃদ্ধি হার ১৭ শতাংশ। আবাসন এবং শিক্ষাক্ষেত্রে চাকরির বাজার গড়ে ৮ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। বাজার খারাপ গিয়েছে শিপিং ও মেরিটাইম, ভোগ্যপণ্য, কৃষিভিত্তিক শিল্প ও আমদানি-রপ্তানি ক্ষেত্রে। রিপোর্টে বলা হয়েছে, গত এক বছরে বড় শহরগুলির তুলনায় ছোট শহরগুলিতে চাকরির বাজার প্রসারিত হয়েছে। বড় শহরগুলিতে কম বেতনের চাকরির ক্ষেত্রে বার্ষিক ৪.৮৩ লক্ষ থেকে ৬.৬৩ লক্ষ টাকার মধ্যে বেতন মিলছে। উচ্চ বেতনের ক্ষেত্রে ৮ লক্ষ ৯ হাজার টাকা থেকে ১৫ লক্ষ ৯৮ হাজার টাকার মধ্যে বেতন মিলছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#FoundIt, #Kolkata, #Private jobs

আরো দেখুন