দেশ বিভাগে ফিরে যান

পুরনো দপ্তরেই শাহ-নির্মলারা, বাংলার সুকান্ত-শান্তনু কোন মন্ত্রক? দেখে নিন NDA মন্ত্রীসভার সম্পূর্ণ তালিকা

June 10, 2024 | 3 min read

NDA মন্ত্রীসভার সম্পূর্ণ তালিকা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রবিবার রাষ্ট্রপতি ভবনে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদী। সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর নয়া মন্ত্রীসভার দায়িত্ব ভাগ করে দিলেন তিনি। শপথবাক্য পাঠ করেন ৭২ জন মন্ত্রী। এর মধ্যে ৩০ জন  স্থান পেয়েছেন কিচেন ক্যাবিনেটে। এর আগে মোদীর সরকারে মুসলিম মন্ত্রী থাকলেও স্বাধীনতার পর এই প্রথম কোনও কেন্দ্রীয় মন্ত্রিসভায় রাখা হলনা মুসলমান সম্প্রদায়ের কোনও প্রতিনিধি। এমনটাই অভিযোগ বিরোধীদের।  

একনজরে দেখে নিন NDA মন্ত্রিসভায়  কোন মন্ত্রীর ঝুলিতে এল কোন দপ্তর

ক্যাবিনেট মন্ত্রী

১. রাজনাথ সিং- প্রতিরক্ষা মন্ত্রী

২. অমিত শাহ- স্বরাষ্ট্রমন্ত্রী; এবং সহযোগিতা মন্ত্রী

৩. নীতিন গডকড়ী- সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রী

৪. জেপি নাড্ডা- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক; রাসায়নিক ও সার মন্ত্রী

৫. শিবরাজ সিং চৌহান- কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী; পল্লী উন্নয়ন মন্ত্রী

৬. নির্মলা সীতারামন- অর্থমন্ত্রী; কর্পোরেট বিষয়ক মন্ত্রী

৭. ডঃ এস জয়শঙ্কর- বিদেশ মন্ত্রী

৮. এম এল খট্টর-আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী ; বিদ্যুৎ মন্ত্রী

৯. এইচ ডি কুমারস্বামী- ভারী শিল্পমন্ত্রী; ইস্পাত মন্ত্রী

১০. পীযূষ গোয়েল- বাণিজ্য ও শিল্পমন্ত্রী

১১. ধর্মেন্দ্র প্রধান- শিক্ষামন্ত্রী

১২. জিতন রাম মাঝি- অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ মন্ত্রী

১৩. রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং- পঞ্চায়েতি রাজ মন্ত্রী; মৎস্য, পশুপালন ও দুগ্ধ মন্ত্রী

১৪. সর্বানন্দ সোনোয়াল- বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী।

১৫. ডঃ বীরেন্দ্র কুমার- সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী।

১৬. কিঞ্জারাপু রামমোহন নাইডু- অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী।

১৭. প্রহ্লাদ যোশী-উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন মন্ত্রী ; নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রী

১৮. জুয়াল ওরাম- উপজাতি বিষয়ক মন্ত্রী।

১৯. গিরিরাজ সিং- বস্ত্র মন্ত্রী।

২০. অশ্বিনী বৈষ্ণব- রেলমন্ত্রী; তথ্য ও সম্প্রচার মন্ত্রী; ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী

২১. জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া- যোগাযোগ মন্ত্রী; উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রী

২২. ভূপেন্দ্র যাদব- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী

২৩. গজেন্দ্র সিং শেখাওয়াত- সংস্কৃতি মন্ত্রী; পর্যটন মন্ত্রী

২৪. অন্নপূর্ণা দেবী- নারী ও শিশুকল্যাণ মন্ত্রী

২৫. কিরেন রিজিজু- সংসদ বিষয়ক মন্ত্রী; সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী

২৬. হরদীপ সিং পুরী- পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী

২৭. ডঃ মনসুখ মাণ্ডব্য- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী; যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী

২৮. জি কিষাণ রেড্ডি- কয়লা মন্ত্রী; খনি মন্ত্রী।

২৯. চিরাগ পাসোয়ান- খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী।

৩০. সি আর পাতিল- জলশক্তি মন্ত্রী

রাষ্ট্রমন্ত্রী

বাংলা থেকে জয়ী দুই বিজেপি সাংসদ রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন

১. সুকান্ত মজুমদার- উত্তর পূর্ব উন্নয়ন ও শিক্ষা প্রতিমন্ত্রী

২. শান্তনু ঠাকুর- জাহাজ প্রতিমন্ত্রী

এছাড়াও অন্যান্য রাজ্য থেকে রাষ্ট্রমন্ত্রী হয়েছেন

১. শ্রীপদ নায়েক- বিদ্যুৎ রাষ্ট্রমন্ত্রী

২. অজয় তামটা, হর্ষ মালহোত্রা- সড়ক পরিবহণ রাষ্ট্রমন্ত্রী

৩. শোভা করন্দলাজে- ক্ষুদ্র ও মাঝারি শিল্প রাষ্ট্রমন্ত্রী

৪. জিতিন প্রসাদ- বাণিজ্য ও শিল্প এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি রাষ্ট্রমন্ত্রী

৫. পঙ্কজ চৌধুরী- অর্থ রাষ্ট্রমন্ত্রী

৬. কোঅপারেশন রাষ্ট্রমন্ত্রী -কৃষ্ণণ পাল

৭. রামদাস আঠাওয়ালে- সামাজিক ন্যায় এবং উন্নয়ন

৮. রামনাছ ঠাকুর- কৃষি রাষ্ট্রমন্ত্রী

৯. নিত্যানন্দ রাই- স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

১০. অনুপ্রিয়া প্যাটেল- স্বাস্থ্য ও পরিবারকল্যাণ, রাসায়নিক ও সার

১১. ভি সোমান্না- জলশক্তি ও রেল রাষ্ট্রমন্ত্রী

১২. চন্দ্রশেখর পেম্মাসানি- গ্রামোন্নয়ন এবং যোগাযোগ রাষ্ট্রমন্ত্রী

১৩. এস পি সিং বাঘেল- মৎস্য, পশু প্রতিপালন, দুগ্ধ প্রক্রিয়াকরণ এবং পঞ্চায়েত রাষ্ট্রমন্ত্রী

১৪. কীর্তিবর্ধন সিং- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং বিদেশ রাষ্ট্রমন্ত্রী

১৫. বিএল বর্মা-ক্রেতা সুরক্ষা, খাদ্য প্রক্রিয়াকরণ, সামাজিক ন্যায় ও উন্নয়ন রাষ্ট্রমন্ত্রী

১৬. সুরেশ গোপী- পেট্রলিয়াম ও প্রাকৃতিক গ্যাল, পর্যটন রাষ্ট্রমন্ত্রী

১৭. এল মুরুগণ-তথ্য ও সম্প্রচার, সংসদীয় বিষয় রাষ্ট্রমন্ত্রী

১৮. বন্দি সঞ্জয় কুমার- স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী

১৯. কমলেস পাসওয়ান- গ্রামোন্নয়ন রাষ্ট্রমন্ত্রী

২০. ভগীরত চৌধুরী- কৃষি রাষ্ট্রমন্ত্রী

২১. সতীশ চন্দ্র দুবে- কয়লা ও খনি রাষ্ট্রমন্ত্রী

২২. সঞ্জয় শেঠ- প্রতিরক্ষা রাষ্ট্রমন্ত্রী

২৩. রভনীত সিং বিট্টু- খাদ্য প্রক্রিয়াকরণ ও রেল রাষ্ট্রমন্ত্রী

২৪. দুর্গাদাস- আদিবাসী বিষয়ক রাষ্ট্রমন্ত্রী

২৫. রক্ষা নিখিল খাদসে- যুবকল্যাণ ও ক্রিড়া রাষ্ট্রমন্ত্রী

২৬. সাবিত্রী ঠাকুর- মহিলা ও শিশুকল্যাণ রাষ্ট্রমন্ত্রী

২৭. তোখান সাহু- আবাসন ও নগোরায়ন রাষ্ট্রমন্ত্রী

২৮. রাজভূষণ চৌধুরী- জলশক্তি রাষ্ট্রমন্ত্রী

২৯. ভূপতি রাজু শ্রীনিবাস বর্মা- ভারী শিল্প এবং ইস্পাত রাষ্ট্রমন্ত্রী

৩০. নিম্বুবেন জয়ন্তিভাই বোম্ভানিয়া- ক্রেতা সুরক্ষা, খাদ্য প্রক্রিয়াকরণ রাষ্ট্রমন্ত্রী

৩১. মুরলিধর মোহল- কোঅপারেশন এবং অসামরিক বিমান পরিবহণ রাষ্ট্রমন্ত্রী

৩২. জর্জ কুরিয়ন- সংখ্যালঘু বিষয়ক, মৎস্য ও পশু প্রতিপালন এবং দুগ্ধ প্রক্রিয়াকরণ রাষ্ট্রমন্ত্রী

৩৩. পবিত্র মার্ঘেরিটা- বিদেশ, বস্ত্র রাষ্ট্রমন্ত্রী

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী

১. রাও ইন্দরজিৎ সিং- পরিসংখ্যান ও পরিকল্পনা বাস্তবায়ন এবং সংস্কৃতি মন্ত্রক

২. জিতেন্দ্র সিং-বিজ্ঞান ও প্রযুক্তি এবং ভূবিজ্ঞান মন্ত্রক

৩. অর্জুন রাম মেঘওয়াল- আইন মন্ত্রক

৪. যাদব প্রতাপ রাও- আয়ূস, স্বাস্থ্য ও পরিবারকল্যান মন্ত্রক

৫. জয়ন্ত চৌধুরী- দক্ষতা উন্নয়ন এবং উদ্যোগ মন্ত্রক

TwitterFacebookWhatsAppEmailShare

#Ministry, #nda cabinet, #NDA Government

আরো দেখুন