← কলকাতা বিভাগে ফিরে যান
কলকাতার দুই কেন্দ্রে চতুর্থ স্থান দখল নোটা’র, কেন এমনটা হল?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দেশজুড়েই বাড়ছে নোটায় ভোট দেওয়ার প্রবণতা। কলকাতা দক্ষিণ ও কলকাতা উত্তরে চতুর্থ হল নোটা। কলকাতা দক্ষিণে ছ’হাজারের উপর মানুষ নোটাতেই ভোট দিয়েছেন। কলকাতা উত্তরে ১০ হাজার ভোটার নোটাতেই ভোট দিয়েছেন। অনেকেই মনে করছেন, ছাত্র-যুবরাই বেশি নোটায় ভোট দিয়েছেন। নতুন প্রজন্ম ভোট দিতে অনীহা দেখিয়েছে। অনেক প্রবীণও নোটায় ভোট দিয়েছেন। দমদম কেন্দ্রেও চতুর্থ হয়েছে নোটা, ১১ হাজারেরও বেশি ভোট পেয়েছে। যাদবপুরে নোটার সংখ্যা সাত হাজার ছাড়িয়েছে। ছাত্র-যুবদের মধ্যে রাজনৈতিক উদাসীনতা কাজ করছে।
কলকাতা এবং শহরতলি মিলিয়ে নোটায় ভোট পড়েছে ৩৫ হাজারেরও বেশি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ১৮ থেকে ৪০ বছর বয়সের নাগরিকদের মধ্যে রাজনৈতিক উদাসীনতা দেখা যাচ্ছে। মানুষ কাকে ভোট দেবেন বুঝতে পারছেন না। সিদ্ধান্ত না নিতে পেরে মানসিকভাবে দূর্বল হয়ে পড়ছেন।