রাজ্য বিভাগে ফিরে যান

বঙ্গ BJP-র সভাপতি পদে মহিলা নেত্রী? তুঙ্গে জল্পনা

June 10, 2024 | < 1 min read

বঙ্গ BJP-র সভাপতি পদে মহিলা নেত্রী? তুঙ্গে জল্পনা

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: রাজনৈতিক মহলের মতে, তৃণমূলের সাফল্যের কারণ মহিলা ভোট। লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প তৃণমূলের ভাণ্ডার পূর্ণ করেছে। শোনা যাচ্ছে, তৃণমূলের সঙ্গে লড়াইয়ে এঁটে উঠতে বিজেপি এবার মহিলা নেত্রীকে রাজ্য সভাপতি করতে চলেছে। কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন বঙ্গ বিজেপির বর্তমান সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপির নিয়ম অনুযায়ী এক ব্যক্তি দুই পদে থাকতে পারেন না। ফলে রাজ্য সভাপতি বদলের জল্পনা শুরু হয়েছে। হয়ত বঙ্গ বিজেপির ইতিহাসে এই প্রথম রাজ্য সভাপতির দায়িত্ব পেতে পারেন কোনও মহিলা। লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পল, দেবশ্রী চৌধুরী, মালতি রাভা রায়ের নাম উঠে আসছে। এগিয়ে রয়েছেন হুগলির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

বাংলায় মহিলাদের ভোট পাওয়ার ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে রয়েছে বিজেপি, খোদ দলের নেতারাই এমন বলছেন। নেতৃত্বে বদল ঘটিয়ে লড়াইয়ে নামার চেষ্টা চলছে। পরপর দু’বার রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক পদে থাকা লকেটের নাম উঠে এসেছে চর্চায়। সাংসদ হিসেবে পাঁচ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। লোকসভার খাদ্য-গণবণ্টন ও ক্রেতা সুরক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারপার্সন পদে ছিলেন লকেট। রাজ্য সভাপতি পদের জন্য তাঁর পাল্লাই ভারী।

TwitterFacebookWhatsAppEmailShare

#Agnimitra Paul, #bjp, #BJP West Bengal, #Locket Chatterjee

আরো দেখুন