কলকাতা বিভাগে ফিরে যান

Breaking পার্ক স্ট্রিটের পার্ক সেন্টারে বিধ্বংসী আগুন, নিরাপদে সরানো হচ্ছে আশেপাশের অফিস কর্মীদের

June 11, 2024 | < 1 min read

এই বিল্ডিংয়ে আগুন লেগেছে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পার্ক স্ট্রিটের পার্ক সেন্টারে বিধ্বংসী আগুন, নিরাপদে সরানো হচ্ছে আশেপাশের অফিস কর্মীদের। বাড়ির নীচে একটি রেস্তরাঁও আছে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।বের করা হচ্ছে একের পর এক সিলিন্ডার। দুর্ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী।

অ্যালেন পার্কের বিপরীতের এক রেস্তোরাঁয় লেগেছে আগুন। জল ও ফোম দিয়ে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা দমকলের। এই মুহূর্তে ১৪টি দমকলের ইঞ্জিন পৌঁছল আগুন নেভাতে। পার্ক স্ট্রিট নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচল। বিল্ডিং থেকে গল গল করে বেরোচ্ছে ধোঁয়া। কালো ধোঁয়ায় ঢেকেছে আকাশ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #Fire, #Park Street, #park centre, #fire engine

আরো দেখুন