রাজ্য বিভাগে ফিরে যান

গরমের ছুটি মিটলেও কেন্দ্রীয় বাহিনী থাকায় খোলা যায়নি বহু স্কুল, সিলেবাস শেষের চিন্তায় শিক্ষক-শিক্ষকা

June 11, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গরমের ছুটির পর সোমবার রাজ্যের স্কুলগুলিতে শুরু হল পঠনপাঠন। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের থাকার কারণে বহু স্কুল খোলা যায়নি এদিন। সোমবার যা নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী জিষ্ণু চৌধুরী এবং অয়ন পোদ্দার। জনস্বার্থ মামলা হিসেবে বিষয়টি শুনানির আবেদন জানান দুই আইনজীবী। বুধবার মামলাটি শুনতে পারেন প্রধান বিচারপতি।

গ্রাম থেকে শহর, এখনও একাধিক স্কুলে রয়ে গিয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
কলকাতায় যোধপুর পার্ক বয়েজ, যোধপুর পার্ক গার্লস, তীর্থপতি ইনস্টিটিউশন, এন কে পাল আদর্শ শিক্ষায়তনের মতো স্কুলে এখনও রয়েছে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনী থাকায় ক্লাসরুমের সব বেঞ্চ বাইরে। ফলে শিক্ষকরাও ঢুকতে পারছেন না। স্কুলের পাম্প, ফ্যান, লাইট একটানা চলছে। সেগুলি কতটা ভাল থাকবে, তা নিয়েও ভাবছেন শিক্ষক-শিক্ষিকারা। বিদ্যুতের বিলও স্কুলকে বহন করতে হবে কি না, বুঝতে পারছেন না স্কুল কর্তৃপক্ষ। জওয়ানরা বলছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে নির্দেশ না এলে তাঁরা ক্যাম্পাস ছাড়বেন না।

প্রধান শিক্ষকদের দাবি, গরম প্রতি বছরই বাড়ছে। সরকারিভাবে গ্রীষ্মাবকাশ বাড়িয়ে দেওয়া উচিত। সেক্ষেত্রে অন্য সময়ে ছুটি কমানো যাবে। নাহলে সিলেবাস শেষ করা কঠিন হবে। বিশেষ করে, একাদশ শ্রেণির রেজিস্ট্রেশন চলছে। কেন্দ্রীয় বাহিনী থাকায় স্কুলে ছাত্রছাত্রী বা শিক্ষকরা না আসতে পারলে তা ব্যাহত হবে। তাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা সেপ্টেম্বরে। তাও ভাবাচ্ছে শিক্ষক-শিক্ষিকাদের।

TwitterFacebookWhatsAppEmailShare

#schools, #West Bengal, #School, #students, #Central Forces

আরো দেখুন