কলকাতা বিভাগে ফিরে যান

কলকাতায় ফ্ল্যাটের দাম বাড়ছে, বলছে আরবিআই

June 11, 2024 | < 1 min read

কলকাতায় ফ্ল্যাটের দাম বাড়ছে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দেশের অর্থনৈতিক অবস্থা কোন দিকে যাচ্ছে, তা নির্ণয়ের সময় আবাসন প্রকল্পের দামের ওঠানামাকেও গুরুত্ব দেয় রিজার্ভ ব্যাঙ্ক। সেই দামের তুল্যমূল্য আলোচনার জন্য তারা একটি সূচক ব্যবহার করে। সেই সূচকে প্রাথমিক বছর (বেস ইয়ার) হিসেবে ধরা হয় ২০১০-১১ অর্থবর্ষকে। ওই বছরের সূচককে ১০০ ধরে, সেই মাপকাঠিতে ফ্ল্যাটের দামের ওঠানামা বিচার করা হয়। সেই সূচক অনুযায়ী গত অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে কলকাতার সূচক ছিল ৩২৬.২৬। এর অর্থ, ২০১০-১১ সালের তুলনায় এখন ফ্ল্যাট বা বাড়ির দাম তিন গুণেরও বেশি বেড়েছে। অথচ তার আগের ত্রৈমাসিকে, অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বরে এখানে সূচক ছিল ৩১৯.০৯।

অর্থাৎ ফ্ল্যাটের দাম তখন আরও একটু কম ছিল। তবে তার আগের তিন মাসে শহরে ফ্ল্যাটের দাম সামান্য বেশি ছিল। কারণ, সেসময় সূচক ছিল ৩২০.৬৫। অর্থাৎ গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে কলকাতায় ফ্ল্যাটের দাম উর্ধ্বমুখী, বলা হয়েছে আরবিআই রিপোর্টে।

এদিকে, গত অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে আবাসনের দামের সর্বভারতীয় সূচক ছিল ৩১৬.৩৩। অর্থাৎ দেশের সামগ্রিক অবস্থার তুলনায় ভালো অবস্থা কলকাতায়। রিজার্ভ ব্যাঙ্ক বলছে, দেশের বড় শহরগুলির মধ্যে মুম্বই ও জয়পুরে ওই তিন মাসের নিরিখে কিছুটা কমে গিয়েছে ফ্ল্যাটের দাম। আমেদাবাদ, লক্ষ্মৌ, চেন্নাই, কানপুর, বেঙ্গালুরু, দিল্লি, কোচির মতো শহরগুলি হেঁটেছে কলকাতার পথেই। এসব শহরেও দাম বেড়েছে ফ্ল্যাটের।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #RBI, #flat, #Flat prices

আরো দেখুন