রাজ্য বিভাগে ফিরে যান

বাংলায় শূন্যেই দাঁড়িয়ে CPI(M), পলিটব্যুরোর সওয়ালের মুখে আলিমুদ্দিন স্ট্রিট

June 11, 2024 | < 1 min read

পলিটব্যুরোর সওয়ালের মুখে আলিমুদ্দিন স্ট্রিট

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: এক্কালের বাম দূর্গে সিপিএম এবারেও শূন্য! উনিশ, একুশ, চব্বিশ লাগাতার তিন নির্বাচনে খাতাই খুলতে পারেনি সিপিএম! জানা যাচ্ছে, সিপিএম পলিটব্যুরো বৈঠকে রীতিমতো প্রশ্নের মুখে পড়লেন আলিমুদ্দিন স্ট্রিটের কুশীলবেরা! রাজ্য নেতৃত্বের কাছে জবাবদিহি চেয়েছে পলিটব্যুরো। ২৮ থেকে ৩০ জানুয়ারি সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক রয়েছে। সেখানে বঙ্গের ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। কেরলের ফলেও হতাশ নেতৃত্ব। সমালোচনার মুখে পড়েন কেরলের সিপিএম নেতারাও।

লোকসভা ভোটে ‘ইন্ডিয়া’ জোট ভাল ফল করলেও, অস্তিত্ব সঙ্কটে সিপিএম তথা বামেরা। রাজ্য তথা জাতীয়স্তরে বাম দলগুলি আরও গুরুত্বহীন হয়ে পড়বে কি না, তা নিয়ে চর্চা আরম্ভ হয়েছে। দিল্লিতে জরুরি পলিটব্যুরো বৈঠক ডেকে কেরল ও বঙ্গ ব্রিগেডকে কার্যত তুলোধোনা করা হল।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Cpim, #cpim politburo, #politics, #Loksabha results

আরো দেখুন