উপনির্বাচনেও বাজিমাত করতে অনেক অঙ্ক কষেই প্রার্থী দিতে চাইছে তৃণমূল
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যে চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ জানিয়ে দিল নির্বাচন কমিশন। এই চারটি কেন্দ্র হল, নদিয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর ২৪ পরগনার বাগদা, কলকাতার মানিকতলা এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। আগামী ১০ জুলাই এই চার কেন্দ্রেই উপনির্বাচন হবে। ভোটগণনা হবে ১৩ জুলাই। এছাড়া সিতাই, মাদারিহাট, নৈহাটি, তালডাংড়া, হাড়োয়া ও মেদিনীপুর আসনের জন্য ভোট নেওয়া হবে তারপরই।
এদিকে লোকসভা ভোটের সাফল্যকে পুঁজি করে বিধানসভার উপনির্বাচনে ঝাঁপাচ্ছে তৃণমূল কংগ্রেস। আসন্ন উপনির্বাচনে সব ক’টি আসনে যাতে জোড়াফুলই ফোটে, সেটাই টার্গেট রাজ্যের শাসক দলের। তৃণমূলের লক্ষ্যমাত্রা বিধানসভার উপনির্বাচনে ১০ : ০ গোলে বিরোধীদের পরাজিত করা।
তৃণমূল নেতারা বলছেন, লোকসভা নির্বাচনেই প্রমাণ হয়ে গিয়েছে মানুষ বিরোধীদের প্রত্যাখ্যান করছেন এবং অনেক বেশি মাত্রায় আস্থা রাখছেন তৃণমূলের উপর। আমরা আশাবাদী যে, ১০টি বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনেও বিরোধীদের গোহারা করে ছাড়বেন বাংলার মানুষ। তৃণমূল নেতৃত্বের ব্যাখ্যা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই বছরভর পাশে আছে এবং এই সরকারের হাত ধরেই হবে প্রকৃত উন্নয়ন। অন্যদিকে, মোদির কেন্দ্রীয় সরকারের উপর আস্থা হারিয়েছেন বাংলার মানুষ।
১০টি আসনেই জিতে তৃণমূল উন্নয়নের ধারা ত্বরান্বিত করতে চাইছে। মানিকতলা থেকে রেকর্ড ন’বার বিধায়ক হন সাধন পাণ্ডে। তাছাড়া লোকসভা ভোটের ফলের নিরিখেও তৃণমূল সেখানে এগিয়ে রয়েছে। একুশের ভোটেও আসনটিতে জয়ী হন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি।
তবে উত্তর ২৪ পরগনায় বগদা আসনে গত বিধানসভা নির্বাচনে জয়ী হন বিজেপির বিশ্বজিৎ দাস। কিন্তু লোকসভা নির্বাচনে বনগাঁ আসনে তৃণমূলের টিকিটে লড়াই করেও হেরে যান তিনি। এমনকী, লোকসভা ভোটের ফলের নিরিখে বাগদা কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে। একইভাবে রানাঘাট দক্ষিণ কেন্দ্রে একুশের ভোটে বিজেপি জিতেছিল। এবার লোকসভা ভোটের ফলের নিরিখেও বিজেপি এগিয়ে রয়েছে সেখানে।
তবে তৃণমূলের পক্ষে খুব ভালো খবর হল, কোচবিহার কেন্দ্রে এবার তৃণমূল জয়ী হয়েছে। এছাড়া লোকসভা ভোটের ফলের নিরিখে সিতাই বিধানসভা কেন্দ্রেও এগিয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।
ফলে উপনির্বাচনে বাজিমাত করতে অনেক অঙ্ক কষেই প্রার্থী দিতে চাইছে তৃণমূল। প্রার্থী তালিকা চূড়ান্ত করার আগে জেলা নেতৃত্বের মতামত নেওয়া হবে। রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী, বাগদায় বিশ্বজিৎ দাস, রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণীকে আদৌ প্রার্থী করা হবে কি না, সেটা দলের অভ্যন্তরীণ চর্চার মধ্যে রয়েছে। যিনি লড়াই দিতে পারবেন, তাঁকেই প্রার্থী করতে চাইছে তৃণমূল। দলীয় নেতৃত্ব কঠোর সিদ্ধান্ত নিয়েছে যে, উপনির্বাচনে কোনওরকম দলীয় কোন্দল তারা বরদাস্ত করবে না।