NRC, CAA বাতিল-সহ NDA সরকারের কাছে কুড়ি দফা দাবি পেশ দেশ বাঁচাও গণমঞ্চের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সদ্য ক্ষমতায় আসা এনডিএ সরকারের কাছে ২০ দফা দাবি পেশ করল দেশ বাঁচাও গণমঞ্চ। অবিলম্বে এনআরসি, সিএএ এবং পিএমএলএ-র মতো জনবিরোধী আইন বাতিল করতে হবে। অভিন্ন দেওয়ানি বিধি চালু করা যাবে না, রাজ্যের কাজে কেন্দ্রের অযাচিত হস্তক্ষেপ বন্ধ করা, ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সিগুলিকে রাজনৈতিক উদ্দেশ্য ব্যবহার না করা, তদন্তের অজুহাতে সংস্থাগুলির হেপাজতে থাকা বিরোধী রাজনৈতিক দলের নেতাদের মুক্তি ও গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত থাকতে গিয়ে দমনমূলক আইনে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মুক্তি; ইত্যাদি দাবি জানালো দেশ বাঁচাও গণমঞ্চ।
মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন তারা। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু, সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত, পিডিএস নেতা সমীর পুততুণ্ড-সহ অন্যরা উপস্থিত ছিলেন সাংবাদিক বৈঠকে। পিএম কেয়ারস ফান্ডের হিসাব প্রকাশ্যে আনার দাবিও জানান তাঁরা। রাজ্যের বকেয়া অর্থ আটকে রাখা চলবে না, ভুয়ো নির্বাচনী সমীক্ষা করিয়ে শেয়ার বাজারের টাকা লুটের তদন্তের দাবিও জানিয়েছেন গণমঞ্চ। ভোটের আগে থেকেই বিজেপি বিরোধী প্রচার চালিয়েছে গণমঞ্চ। ভোট হয়ে গেলেও কাজ শেষ হচ্ছে না বলেই জানিয়েছেন গণমঞ্চের সদস্যরা।