বিনোদন বিভাগে ফিরে যান

জামাইষষ্ঠী উপলক্ষ্যে কী কী সিনেমা পারেন?

June 12, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জামাইষষ্ঠী আজকাল ভুরিভোজের উৎসবে এসে ঠেকেছে। উপহার বিনিময় আর খাওয়া দাওয়া, তবে আজও কেউ কেউ লোকাচারগুলো পালন করেন। কিন্তু দুপুরের খাওয়া দাওয়ার পর কী করবেন? পেটপুরে খাওয়ার পর হয়ত ঘুরতে যেতে ইচ্ছে করবে না, বা শরীর সঙ্গ দেবে না। আবার রাতেও আরেক প্রস্থ আয়োজন থাকবে! কাজে বাড়িতে সব বেশ কিছু ছবি দেখে ফেলতে পারেন।

জামাই আর শ্বশুরবাড়ির রসায়ন নিয়ে ছবির অভাব নেই। দেখে নিন কোন সিনেমাগুলো দেখতে পারেন

জামাই বাবু জিন্দাবাদ (২০০১)

সুরিন্দর ফিল্মস প্রযোজিত এই ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। সেই সময়কার বিশাল হিট ছবি।

শ্বশুরবাড়ি জিন্দাবাদ (২০০০)

হরনাথ চক্রবর্তীর এই ছবিতে দেখা যাবে এক জামাইয়ের নানারকম মজার কাণ্ডকারখানা। শাশুড়ি জামাই একসাথে বসে দেখুন এই হিট সিনেমা। অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত।

জামাই রাজা (২০০৯)

কনট্র্যাক্ট ম্যারেজ বা চুক্তি বিয়ে নিয়ে এক সামাজিক গল্প। অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনু চৌধুরী এবং পাওলি দাম।

জামাই ৪২০ (২০১৫)

রবি কিনাগির এই সিনেমাটি জামাইষষ্ঠীর দিন দেখুন এবং হাসতে হাসতে গড়িয়ে পড়ুন। অভিনয় করেছেন সোহম, হিরণ, অঙ্কুশ, নুসরাত এবং মিমি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Jamai Shoshthi, #Shoshthi, #Bengali Rituals

আরো দেখুন