দেশ বিভাগে ফিরে যান

মণিপুর নিয়ে এখনও নীরবতা পালন করে চলেছেন মোদী, ক্ষুব্ধ বিরোধীরা

June 12, 2024 | < 1 min read

মণিপুর নিয়ে এখনও নীরবতা পালন করে চলেছেন মোদী

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লোকসভা নির্বাচনের পরও মণিপুরের একই চিত্র রয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগের মতোই উত্তর-পূর্বের এই রাজ্যটিকে নিয়ে নীরবতা পালন করছেন। প্রধানমন্ত্রী একের পর এক ফাইলে সাক্ষর করছেন। অন্য মন্ত্রীরা দায়িত্ব নিচ্ছেন। কিন্তু মণিপুর নিয়ে কোনও কথা নেই। অথচ দেশের উত্তর পূর্বাঞ্চলের এই রাজ্যে প্রায় এক হাজার মানুষ বাড়িঘর ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। মণিপুরের জিরিবাম জেলায় ছ’দিন ধরে চলছে কার্ফু, ১৪৪ ধারা। থমথমে পরিবেশ গোটা জেলা এবং তার আশপাশ এলাকায়।

রাজ্যে এবং কেন্দ্রে ক্ষমতায় রয়েছে বিজেপি সরকার। কিন্তু ১৪ মাসেও মণিপুরের হিংসা থামাতে ব্যর্থ শাসকদল। মঙ্গলবার মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের জিরিবাম সফরের কথা থাকলেও তিনি যাননি। সোমবার মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের অগ্রিম নিরাপত্তা কনভয়ের উপর জঙ্গিরা হামলা চালায়। আহত হন মোইরাংথেম আজেশ নামে এক নিরাপত্তা রক্ষী। শাসক দল চুপ থাকলেও মণিপুর নিয়ে সরব বিরোধীরা। কংগ্রেস নেতা তথা অসমের জোরহাটের সাংসদ গৌরব গগৈ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে বলেন, ‘ আশা করবেন না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরএসএস প্রধান মোহন ভাগবতের কথায় নজর দেবেন।’ গগৈ আরও বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি মণিপুরকে এড়িয়ে যাবেন। আইন প্রয়োগকারী সংস্থার অপব্যবহার করবেন।’

মণিপুরে শান্তি ফেরানো নিয়ে সম্প্রতি বড় মন্তব্য করেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তিনি মন্তব্য করেন, মণিপুরে শান্তি ফেরানোর বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া উচিত। আর এই মন্তব্যকেই হাতিয়ার করেছে বিরোধীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Modi, #Narendra Modi, #Manipur Issue, #silence

আরো দেখুন