খেলা বিভাগে ফিরে যান

অ্যাটলেটিকো মাদ্রিদের প্রাক্তন গোলরক্ষকের হাতে বাগানের দায়িত্ব, সবুজ-মেরুন কোচ হলেন হোসে মোলিনা

June 12, 2024 | < 1 min read

হোসে মোলিনা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হাবাস জমানার ইতি! আসন্ন মরশুমে মোহনবাগানের নতুন কোচ হলেন হোসে মোলিনা। মোহনবাগান কর্তৃপক্ষ মঙ্গলবার সরকারিভাবে জানিয়ে দেয় নতুন কোচের নাম। মোলিনা ছিলেন গোলকিপার। অ্যাটলেটিকো মাদ্রিদ, ডিপোর্টিভো লা করুনিয়ার হয়ে খেলেছেন।

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন মোলিনা। মাঝের সময়ে কোচিং থেকে দূরে ছিলেন তিনি। ফিরতে চেয়েছিলেন ভারতের ফুটবলে। মোলিনা বলেন, মোহনবাগানের মতো ঐতিহ্যশালী ক্লাবের কোচ হতে পেরে তিনি সম্মানিত। ক্লাবকে সাফল্য এনে দিতে চেষ্টা করবেন।

আইএসএল ফাইনালের পর থেকেই শোনা যাচ্ছিল শারীরিক অসুস্থতার কারণে হয়ত নয়া মরশুমে কোচ হিসেবে দায়িত্ব নিতে পারবেন না হাবাস। সেটাই বাস্তবায়িত হল।

TwitterFacebookWhatsAppEmailShare

#coach, #Jose molina, #Football, #mohunbagan

আরো দেখুন