মোদীর নেতৃত্বে NDA মন্ত্রিসভাতেও পরিবারতন্ত্র? তোপ বিরোধীদের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিজেপি নেতারা এবং মোদী বারবার পরিবারতন্ত্রের বিরুদ্ধে সরব হন, নিজেদের দল এবং মন্ত্রিসভায় জুড়ে ছড়িয়ে রয়েছে পরিবারতন্ত্রের নানান নজির। এনডিএ সরকারের মন্ত্রিসভাতেও ব্যতিক্রম হল না। মোদী কীভাবে পরিবারতন্ত্রকে অগ্রাধিকার দিয়েছেন, তা তুলে ধরে মোদীর বিরুদ্ধে সরব হন বিরোধীরা। ইন্ডিয়া জোটের সদস্যদের মধ্যে কংগ্রেসের রাহুল গান্ধী, বিহারের তেজস্বী যাদবরা নিশানা করেন মোদীকে।
এক্স হ্যান্ডেলে রাহুল লেখেন, বংশ পরম্পরায় সেবা আর আত্মত্যাগকে যিনি পরিবারবাদ বলেন, সেই তিনিই এখন সরকারি পরিবারকে দায়িত্ব দিয়েছেন। তাই নতুন সরকার এনডিএ মন্ত্রিসভা নয়। পরিবার মণ্ডল। নতুন মন্ত্রিসভার ২০ জন সদস্যের নাম তুলে ধরেছেন রাহুল। কুমারস্বামী, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবে গৌড়ার পুত্র। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মাধব রাও সিন্ধিয়ার পুত্র। কিরেন রিজিজু অরুনাচল প্রদেশের প্রথম প্রো ট্রেম স্পিকার রিনচিন খারুর পুত্র।
পীযূষ গোয়েল, শান্তনু ঠাকুর, ধর্মেন্দ্র প্রধান, জেপি নাড্ডা, রামমোহন নাইডু, চিরাগ পাসোয়ান, প্রত্যেকেরই পরিবারের কেউ না কেউ রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, ছিলেন ক্ষমতার অলিন্দে। কেউ মন্ত্রী, তো কেউ বিধায়ক, কেউ কেউ আবার কোনও একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা। মুখে পরিবারতন্ত্রকে আক্রমণ করলেও মোদীর মন্ত্রিসভার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে রয়েছে পরিবারতন্ত্র!