রাজ্য বিভাগে ফিরে যান

ভাঙড়ে উন্নয়নের ‘ট্রিপল ইঞ্জিন’ মডেলের কথা বললেন সায়নী

June 12, 2024 | < 1 min read

সদ্য নির্বাচিত সাংসদ সায়নী ঘোষ

দৃষ্টিভঙ্গি, নিউজডেস্ক: ভাঙড়ে উন্নয়নের ‘ট্রিপল ইঞ্জিন’ মডেল ঘোষণা করলেন সদ্য নির্বাচিত সাংসদ সায়নী ঘোষ। পাশাপাশি আগমী বিধানসভা ভোটের সুরও বেঁধে দেন। ২০২৬ সালের ভোটে ভাঙড় থেকে কমপক্ষে এক লক্ষ মার্জিন দিতে হবে তৃণমূলকে। টার্গেট বেঁধে দেন সাংসদ। ভোটে জেতার পর মঙ্গলবার ভাঙড়ে প্রথম পা রাখেন সায়নী। সেখানে বিজয়গঞ্জ বাজারে সভার আয়োজন করেছিল তৃণমূল নেতৃত্ব। বিধানসভার প্রসঙ্গ তুলে ব্যবধান আরও বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিলেন যুব নেত্রী। সায়নীর বক্তব্য, লোকসভা ভোটে যে খেলা হয়েছে ২০২৬ এর বিধানসভা ভোটে তার থেকে বড় খেলা খেলতে হবে। ভাঙড় থেকে এক লক্ষ ভোটের লিড দিতে হবে তৃণমূলকে।

মঙ্গলবার ভাঙড়ে এসে এক অনুষ্ঠানে সাংসদ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়, শওকত মোল্লা ও সায়নী ঘোষ মিলে ‘ট্রিপল ইঞ্জিন’ উন্নতি করা হবে ভাঙড়ের। শুধু তাই নয়, এই এলাকার জন্য তাঁর কী কী পরিকল্পনা রয়েছে, সে কথাও তুলে ধরেন বক্তব্যে। আর ভাঙড়ের পরিকল্পনা সম্পর্কে সায়নীর বক্তব্য, সাংসদের একটি দলীয় কার্যালয় হবে এখানে। মাসে দু’বার তিনি বসবেন। সরাসরি মানুষের অভাব-অভিযোগের কথা শুনে সেগুলি প্রতিকারের চেষ্টা করা হবে। এই বিধানসভায় রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ সহ সব বিষয়ে উন্নয়ন করার দিকে নজর দেবেন বলে আশ্বাস দিয়েছেন নবনির্বাচিত সাংসদ। সাধারণ মানুষ যাতে সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ রাখতে পারেন, সেজন্য তিনি একটি হেল্প লাইন চালু করবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Saayoni Ghosh, #development, #Loksabha Election 2024, #tmc, #Bhangar

আরো দেখুন