দেশ বিভাগে ফিরে যান

সংসদের বিশেষ অধিবেশন শুরু ২৪ জুন, চলবে ৩ জুলাই অবধি

June 12, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লোকসভা ভোট মিটতেই শুরু হচ্ছে অষ্টাদশ লোকসভার প্রথম এবং বিশেষ অধিবেশন। এই অধিবেশন শুরু হচ্ছে আগামী ২৪ জুন, শেষ হবে ৩ জুলাই। নতুন সংসদ ভবনে আট দিন ধরে চলবে সংসদের এই বিশেষ অধিবেশন। এই বিশেষ অধিবেশনে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সাংসদ হিসাবে শপথ গ্রহণ, স্পিকার নির্বাচন, রাষ্ট্রপতির ভাষণ এবং অন্যান্য আলোচনার হবে বলে জানায় হয়েছে৷ মনে করা হচ্ছে, ২৪ এবং ২৫ জুন সাংসদদের শপথগ্রহণ এবং ২৬ জুন লোকসভা স্পিকারের নির্বাচন হতে পারে ।

পাশাপাশি রাজ্যসভার ২৬৪তম অধিবেশন শুরু হচ্ছে ২৭ জুন। সেই অধিবেশনও শেষ হবে ৩ জুলাই৷

সমস্ত জল্পনা মিটিয়ে এক্স হ্যান্ডলে বিষয়টি নিশ্চিত করেছেন সংসদ বিষয়ক এবং সংখ্যালঘু বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু।

TwitterFacebookWhatsAppEmailShare

#Parliament, #politics, #parliament session, #special session

আরো দেখুন