এবার প্রতিশ্রুতি পালনের পালা, শপথের দিন বরাহনগরে বৃক্ষরোপণ কর্মসূচি সায়ন্তিকার
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বরানগরকে আরও সবুজ করতে তুলতে উদ্যোগী হলেন নবনির্বাচিত বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বরাহনগরে দাঁড়িয়ে বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, শপথ গ্রহণের দিন বরাহনগরের প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলারদের মাধ্যমে ১০০টি করে নতুন চারা গাছ রোপণের উদ্যোগ নেবেন। নির্বাচনী প্রতিশ্রুতি মতো নিকাশি, পানীয় জলের সমস্যার মেটাতে পদক্ষেপ করার আশ্বাসও দিয়েছেন তিনি।
মঙ্গলবার বিকেলে গোপাললাল ঠাকুর রোডে উত্তর বরাহনগর শহর তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে দলীয় কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে দেখা করেন তিনি। সাংবাদিকদের বলেন, বরাহনগরে নিকাশির সমস্যা মেটাতে ড্রেনেজ মাস্টার প্ল্যান তৈরি করা হবে। সায়ন্তিকা বলেন, বাম জমানায় বরাহনগরের পরিস্থিতি খারাপ ছিল। সামান্য বৃষ্টি হলেই কোমর সমান জল দাঁড়িয়ে যেত। গত এক দশকে সমস্যা অনেকটাই মিটেছে। কিন্তু এখনও বৃষ্টি হলে বহু জায়গায় জল জমে। বৃষ্টি কমার কয়েক ঘণ্টার মধ্যে জল অবশ্য নেমেও যায়। জল যাতে না জমে তা নিশ্চিত করাই তাঁর লক্ষ্য বলে জানান সায়ন্তিকা। নিকাশি ব্যবস্থার সংস্কারের জন্য মাস্টার প্ল্যান তৈরির পরিকল্পনা করা হবে। পুরসভাকে সঙ্গে নিয়ে প্রয়োজনে সুডা’র সঙ্গে আলোচনা করে রোড ম্যাপ তৈরি করা হবে।
তিনি বলেন, শপথগ্রহণের দিন প্রতিটি ওয়ার্ডে কমপক্ষে ১০০টি করে গাছ লাগানো হবে। মহিলাদের পাশে থাকার বার্তা দিয়ে বলেন, বরাহনগরে মহিলাদের নিয়ে ক্লাব তৈরির পরিকল্পনা রয়েছে। তাঁদের নিয়ে নানান কর্মসূচি নেওয়া হবে। প্রয়োজনে আইনি পরামর্শও দেওয়া হবে মহিলাদের। এতদিন বরানগরে বিধায়কের কোনও কার্যালয় ছিল না। তা তৈরির উদ্যোগও নেওয়া হচ্ছে।