ফের দেবশ্রী চৌধুরীকে রায়গঞ্জে ফিরিয়ে নিয়ে বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করছে বিজেপি?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নদীয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর ২৪ পরগনার বাগদা, কলকাতার মানিকতলা এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে ১০ জুলাই উপনির্বাচন।
এই চার কেন্দ্রে কোন দলের তরফে কাকে প্রার্থী করা হবে তা নিয়ে জল্পনা চলছে। তৃণমূল নিজেদের মধ্যে লাগাতার বৈঠক করছে। অন্যদিকে, বিজেপি চায় চমক দিতে। বাম ও কংগ্রেস সম্মিলিতভাবেই লড়বে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মানিকতলা ও বাগদা বিধানসভার উপনির্বাচনে প্রার্থী দেবে সিপিআইএম। অন্যদিকে, রায়গঞ্জ ও রানাঘাট দক্ষিণে লড়বে কংগ্রেস। এবারেও ‘একলা চলো’ নীতিতেই আস্থা রাখতে চায় আইএসএফ।
যে চারটি কেন্দ্রে উপনির্বাচন হবে, তার মধ্যে দু’টি কেন্দ্রে একুশ সালে জয় পেয়েছিল বিজেপি। মানিকতলা ও বাগদা আসন থেকে জেতে তৃণমূল। কিন্তু, রায়গঞ্জ ও রানাঘাট দক্ষিণ এই দু’টি কেন্দ্র থেকেই যারা পদ্ম-প্রতীকে লড়েছিলেন তাঁরা বর্তমানে জোড়াফুল শিবিরের সদস্য! একজন, কৃষ্ণ কল্যাণী ও অন্যজন, মুকুটুমণি অধিকারী।এই দু’জনকেই আবার লোকসভায় টিকিট দেয় তৃণমূল। পরাজিত হয়েছেন দু’জনেই।
২০১৯ সালে রায়গঞ্জ থেকে জিতে সাংসদ হয়েছিলেন দেবশ্রী চৌধুরী। কিছুদিন ছিলেন কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও। সেই দেবশ্রীকে কলকাতা দক্ষিণে সরিয়ে আনে বিজেপি। ফলপ্রকাশে দেখা যায়, তিনি তৃণমূলের মালা রায়ের কাছে বিপুল ভোটে পরাজিত। সূত্রে খবর, আসন্ন বিধানসভা উপনির্বাচনে রায়গঞ্জ থেকে বিজেপির টিকিটে লড়তে পারেন দেবশ্রী চৌধুরী। এই কেন্দ্র বিজেপির দখলেই ছিল। কৃষ্ণ কল্যাণী জিতেছিলেন। এবারের লোকসভাতেও এই কেন্দ্র জিতেছে বিজেপি। ফলে, সংগঠন অনেকটাই প্রস্তুত।