দেশ বিভাগে ফিরে যান

ফের মোদীর বিরুদ্ধে আন্দোলনে নামছেন কৃষকরা, তোড়জোড় শুরু সংযুক্ত কিষান মোর্চার

June 13, 2024 | < 1 min read

BJP প্রার্থীর নিরাপত্তারক্ষীর ধাক্কায় কৃষকের মৃত্যু! গেরুয়া পার্টিতে ভোট নয়, আর্জি অন্নদাতাদের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আরও একবার কৃষক আন্দোলনের সাক্ষী হতে চলেছে দেশ! ইতিমধ্যেই মোদী বিরোধী কৃষক আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংযুক্ত কিষান মোর্চা। আন্দোলনের রূপরেখা তৈরি করতে জুলাইয়ে রাজধানীতে বৈঠকে বসছে সংযুক্ত কিষান মোর্চা। আজ, বৃহস্পতিবার লখিমপুর খেরি যাচ্ছে সংযুক্ত কিষান মোর্চার এক প্রতিনিধি দল, থাকবেন সর্বভারতীয় কিষান নেতা রাকেশ টিকায়েত। কৃষক আন্দোলনের সময় লখিমপুর খেরিতে আন্দোলনকারীদের মৃত্যু হয়েছিল, তাঁদের পরিবারের সঙ্গেও কথা বলবেন রাকেশ টিকায়তেরা।

সংযুক্ত কিষান মোর্চা জানিয়েছে, আগামী ১০ জুলাই দিল্লিতে তাদের বৈঠক হবে। আন্দোলন কর্মসূচির রূপরেখা তৈরি করা হবে সেখানে। কিষান মোর্চা জানিয়েছে, কৃষক আন্দোলনে যাঁরা নিহত হয়েছিলেন, তাঁদের পরিবারের আইনি সাহায্য মেলার বিষয়টি সুনিশ্চিত করবেন কৃষক নেতারা। এনডিএ সরকারের নয়া কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের বিরোধিতা করে কড়া বিবৃতি দিয়েছে কৃষক সংগঠনগুলি। বুধবার সংযুক্ত কিষান মোর্চার বিবৃতিতে বলা হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রীর হাতে কৃষকের রক্ত লেগে রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#farmers, #NDA, #Farmers Protest, #modi govt, #Kisan Morcha

আরো দেখুন