খেলা বিভাগে ফিরে যান

কোন নতুন নিয়মে ৫ রান পেনাল্টি পেল ভারত?

June 13, 2024 | < 1 min read

কোন নতুন নিয়মে ৫ রান পেনাল্টি পেল ভারত?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এ বারের বিশ্বকাপে স্টপ ক্লকের নিয়ম চালু হয়েছে। দু’টি ওভারে মাঝে ১ মিনিটের বেশি সময় নেওয়া যাবে না। নিয়ম অনুযায়ী, যদি কোনও দল একই ম্যাচে তিন বার দু’টি ওভারের মাঝে ১ মিনিটের বেশি সময় নেয়, তা হলে বিপক্ষ দল ৫ রান পাবে। সেটি পেনাল্টি হিসাবে পাবে ওই দল।

সেই নিয়মে বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপে পেনাল্টিতে ৫ রান পেল ভারত। এই প্রথম কোনও দল আইসিসি-র নতুন নিয়মের কারণে ৫ রান পেল। জয়ের জন্য ৩০ বলে ৩৫ রান চাই ভারতের। সেই অবস্থায় ভারতকে পাঁচটি পেনাল্টি রান দিয়ে দিলেন অনফিল্ড আম্পায়াররা। তার ফলে ৩০ বলে ভারতের টার্গেট কমে দাঁড়ায় ৩০ রান।

আইসিসির নিয়ম মেনেই ভারতকে পাঁচটি পেনাল্টি রান দিয়েছেন অনফিল্ড আম্পায়াররা। ফলে ভারতের লক্ষ্য ১১১ রান হলেও ভারতীয় ব্যাটারেরা করেন ১০৬ রান। বাকি ৫ রান পেনাল্টিতে পেয়ে যায় ভারত।

ম্যাচে প্রথমে ব্যাট করে আমেরিকা তোলে ১১০ রান। আরশদীপ সিংহ একাই নেন ৪ উইকেট। ৪ ওভারে ৯ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। তাঁকে সাহায্য করেন হার্দিক পাণ্ড্য। তিনি ৪ ওভারে ১৪ রান দিয়ে দু’উইকেট নেন।
১১১ রানের লক্ষ্য মাথায় নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই বিরাটের উইকেট হারায় ভারত। এর পর অল্প রানে আউট হয়ে যান রোহিত শর্মা এবং ঋষভ পন্থ। তবে ভারতকে ম্যাচ জিতিয়ে ফেরেন সূর্যকুমার যাদব। অর্ধশতরান করেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Team India, #T20 World Cup 2024, #USA

আরো দেখুন