খেলা বিভাগে ফিরে যান

এবার CFL-এও ইস্ট-মোহন ডার্বি! কেমন হল গ্ৰুপ বিন্যাস

June 14, 2024 | < 1 min read

এবার CFL-এও ইস্ট-মোহন ডার্বি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বহু দিন বাদে কলকাতা লিগে ফের ডার্বি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কলকাতা ফুটবল লিগের গ্রুপ বিন্যাস হল শুক্রবার। একই গ্রুপে রয়েছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান।

এবারের কলকাতা লিগে মোট ২৬টি দল অংশ নিচ্ছে। দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে থাকছে ১৩টি করে দল। তারা একে অপরের বিরুদ্ধে খেলবে। পয়েন্টের ভিত্তিতে দুই গ্রুপের প্রথম তিনটি দলকে নিয়ে সুপার সিক্সের খেলা হতে পারে। ২৫ জানুয়ারি শুরু হচ্ছে কলকাতা লিগ। তবে এখনও সূচি ঠিক হয়নি। গত চার বছর কলকাতা লিগে কোনও ডার্বি হয়নি। এবার ডার্বির আশা রয়েছে।

কোন গ্ৰুপে কারা রইলেন?

গ্রুপ এ: মহমেডান স্পোর্টিং, ডায়মন্ড হারবার, বিএসএস, খিদিরপুর, এরিয়ান, কালীঘাট এমএস, সুরুচি সংঘ, আর্মি রেড, মেসারার্স ক্লাব, ইউনাইটেড স্পোর্টস, সাদার্ন সমিতি, পাঠচক্র এবং উয়াড়ি।

গ্রুপ বি: মোহনবাগান, ইস্টবেঙ্গল, ইস্টার্ন রেলওয়ে, ভবানীপুর, জর্জ টেলিগ্রাফ, কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন, ক্যালকাটা কাস্টমস, রেনবো এসি, রেলওয়ে এফসি, পিয়ারলেস, পুলিশ এসি, ক্যালকাটা পুলিশ এবং টালিগঞ্জ অগ্রগামী।

TwitterFacebookWhatsAppEmailShare

#East Bengal, #Calcutta Football League, #Mohun Bagan, #CFL 2024

আরো দেখুন