প্রযুক্তি বিভাগে ফিরে যান

এখন সিক্রেট এবং কনফিডেন্সিয়াল ই-মেইল সেন্ড ও ওপেন করার সুযোগ দিচ্ছে জি-মেইল

June 14, 2024 | < 1 min read

কনফিডেন্সিয়াল ই-মেইল সেন্ড ও ওপেন করার সুযোগ দিচ্ছে জি-মেইল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অন্যান্য সোশ্যাল মিডিয়ার মত বেশ জনপ্রিয় প্ল্যাটফর্মের মধ্যে জি-মেইলও একটি মাধ্যম। অফিসিয়াল কিংবা অনেক বেশি গুরুত্বপূর্ণ মেসেজ পাঠাতে ব্যবহার হয় মেইল। এবার সিক্রেট এবং কনফিডেন্সিয়াল ই-মেইল সেন্ড ও ওপেন করার সুযোগ দিচ্ছে জি- মেইল।

জি-মেইলের ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন সিক্রেট মোড। এই সিক্রেট মোডের মাধ্যমে বিভিন্ন ধরনের ই-মেইল সেন্ড এবং ওপেন করতে পারবেন। এর মাধ্যমে ব্যবহারকারীরা গোপনে নিজেদের গুরুত্বপূর্ণ তথ্য মেসেজ এবং অ্যাটাচমেন্টের মাধ্যমে সেন্ড করতে পারবেন। এতে ব্যবহারকারীদের সেনসিটিভ তথ্য আরও সুরক্ষিত থাকবে। গুরুত্বপূর্ণ তথ্য অন্যদের কাছে যাওয়ার সম্ভাবনাও থাকবে খুবই কম। জি-মেইলের এই সিক্রেট মোড ব্যবহার করা যাবে আইফোন, অ্যান্ড্রয়েড, আইপ্যাড এবং কম্পিউটারে। এ ছাড়াও ব্যবহারকারী ব্যবহার করতে পারেন কনফিডেন্সিয়াল মোড।

কনফিডেন্সিয়াল মোড ব্যবহার করতে প্রথমেই জি-মেইল ওপেন করুন। এখান থেকে কম্পোজ অপশনে ক্লিক করতে হবে। এরপর ডানদিকের নিচে থাকা কনফিডেন্সিয়াল মোডের টার্ন অন অপশনে ক্লিক করে দিন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Gmail, #confidential e-mail

আরো দেখুন