খেলা বিভাগে ফিরে যান

জল্পনা সত্যি হল! গ্রিক স্ট্রাইকার দিমিত্রিয়সকে সই করাল ইস্টবেঙ্গল

June 15, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি:  অনেকদিন ধরেই জল্পনা চলছিল। শেষপর্যন্ত ইমামি ইস্টবেঙ্গলে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হলেন গ্রিক স্ট্রাইকার দিমিত্রিয়স দিয়ামিন্তাকোস। কেরালা ব্লাস্টার্সের হয়ে শেষ মরসুমে ১৩ গোল করেছিলেন এই গ্রিক স্ট্রাইকার। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, দিয়ামানতাকোসকে নেওয়ার জন্য ঝাঁপিয়েছে লাল-হলুদ শিবির। অবশেষ জল্পনা সত্যি হল।

যোগদানের পরে এক বার্তায় দিমি বলেছেন, ‘‘আমি দারুণ খুশি। এশিয়ার অন্যতম ফ্যান বেস ক্লাবে যোগ দিতে পেরে ভাল লাগছে। ইস্টবেঙ্গলের যাবতীয় সাফল্যের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। আমি নিজের সেরাটা দেব।’’

লাল হলুদের কোচ কার্লোস কুয়াদ্রাত জানিয়েছেন, ‘‘দিমি ভারতের পরিবেশের সঙ্গে দারুণভাবে মানিয়ে নিয়েছে। ও আমাদের চেনা তারকা, গতবার কেরলে খুব ভাল ফুটবল খেলেছে। দিমির কাছে আরও অনেক ক্লাবের প্রস্তাব ছিল। কিন্তু ইস্টবেঙ্গলের প্রস্তাব ওঁর কাছে বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে বলে চুক্তিতে সই করেছে।’’

TwitterFacebookWhatsAppEmailShare

#Dimitrios, #East Bengal, #Football

আরো দেখুন