খেলা বিভাগে ফিরে যান

স্তব্ধ ক্রোয়েশিয়া, মদ্রিচদের ৩-০ গোলে হারিয়ে গ্রুপ অব ডেথের শীর্ষে স্পেন  

June 15, 2024 | < 1 min read

গ্রুপ অব ডেথের শীর্ষে স্পেন  

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: স্পেনের কাছে হেরে গেল বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দেশ। বার্লিন অলিম্পিয়াস্টেডিয়ন স্টেডিয়ামে আজ ইউরো কাপের দ্বৈরথে মদ্রিচের ক্রোয়েশিয়ার বিরুদ্ধে দাপটের সঙ্গে জিতে মাঠ ছাড়ল স্পেন।   

ম্যাচের প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল স্পেন। দ্বিতীয়ার্ধে কার্যত অতি ডিফেন্সিভ হয়ে সময় নষ্ট করছিল তারা। যদিও ক্রোয়েশিয়া আক্রমণাত্বক খেলার চেষ্টা করেও ব্যর্থ হয়। স্পেনের ডিফেন্সে গোলের খাতা খুলতে পারেনি ক্রোট শিবির।  এই ম্যাচ জিতে গ্রুপ বি-র শীর্ষে পৌঁছে গেল স্পেন। 

 ২০২০ তে ৫-৩ গোলে ক্রোয়েশিয়াকে হারিয়েছিল স্পেন। গত বছর দুই দলের ম্যাচ গোলশূন্যভাবে শেষ হয়। ২০১৮ সালের উয়েফা নেশনস লিগে ক্রোয়েশিয়া শেষবার স্পেনকে হারিয়েছিল। এই ম্যাচ নিয়ে ২৩টি ম্যাচের মধ্যে ২১টি জিতেছে স্পেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Spain, #croatia, #UEFA EURO 2024, #Football

আরো দেখুন