রাজ্য বিভাগে ফিরে যান

‘স্মার্ট পঞ্চায়েত-২.০’ নিয়ে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার

June 15, 2024 | < 1 min read

স্মার্ট পঞ্চায়েত-২.০

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার রাজ্যের গ্রামগুলিতে আরও উন্নত পরিষেবা দিতে উল্লেখযোগ্য পদক্ষেপ করল রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। গ্রামে গঞ্জে সকলের হাতেই প্রায় স্মার্টফোন। তাই এবার ‘স্মার্ট পঞ্চায়েত-২.০’ নিয়ে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার।

গত কয়েক বছরে পঞ্চায়েত দপ্তরের তরফে একাধিক অনলাইন পরিষেবা চালু করা হয়েছে। এমনকী, পঞ্চায়েতে শূন্যপদ পূরণের জন্যও আলাদা একটি পোর্টালের ব্যবস্থা করা হয়েছে। এবার সাধারণ মানুষ যাতে যাবতীয় পরিষেবার বিষয়ে অনলাইন মারফতই জানতে পারেন সেই জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে পঞ্চায়েত দপ্তর। ‘স্মার্ট পঞ্চায়েত ২.০’ প্রকল্পের আওতায় চালু করা হয়েছে একটি বিশেষ হোয়াটসঅ্যাপ চ্যাটবট। যেখানে সাধারণ মানুষ বিভিন্ন পরিষেবা সম্পর্কে নিমেষেই তথ্য পাবেন। পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের তরফে একটি নম্বর শেয়ার করা হয়েছে। এই নম্বরটি হল- ৬২৯১২৬৫৮৫৪।

TwitterFacebookWhatsAppEmailShare

#Smart Panchayat, #Smart Panchayat 2.0, #whatsapp chatbot

আরো দেখুন