রাজ্য বিভাগে ফিরে যান

জেনে নিন আজ কেমন থাকবে রাজ্যের আবহাওয়া

June 15, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সকাল থেকে দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে। দুপুরের পর ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূম ও বাঁকুড়া জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে কলকাতা, হুগলি, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, নদীয়া এবং মুর্শিদাবাদ জেলাতে। বিকেলের পর এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আছে।

শনি ও রবিবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং ও কোচবিহারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া বয়ে যেতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Weather forecast, #Weather Update

আরো দেখুন