একুশে জুন থেকে শুরু কোপা, কীভাবে নীল-সাদা বাহিনী সাজালেন কোচ স্কালোনি?
দৃষ্টিভঙ্গি, নিউজডেস্ক: আগামী ২১ জুন থেকে শুরু হচ্ছে কোপা আমেরিকার, প্রথম দিনই নামছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২৬ জনের দল ঘোষণা করলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
দলে রয়েছেন লিওনেল মেসি, ডি মারিয়া, নিকোলাস ওটামেন্ডিরা। মেসিই দলকে নেতৃত্ব দেবেন। গোলের দায়িত্ব সামলাবেন এমি মার্টিনেজ, তার সঙ্গে দলে রয়েছেন ফ্র্যাঙ্কো আরমানি ও জেরোমিনো রুল্লি। কোপায় নামার আগে গুয়াতেমালা ও ইকুয়েডরের বিরুদ্ধে খেলা দুটি প্রস্তুতি ম্যাচেই জয় পেয়েছে আর্জেন্টিনা। সমাজ মাধ্যমে দলঘোষণার সঙ্গে সঙ্গে দুই আর্জেন্টিয়ান কিংবদন্তিকে শ্রদ্ধা জানানো হয়েছে। মে-তে প্রয়াত হন আর্জেন্টিনার প্রথম বিশ্বজয়ী কোচ সিজার লুইস মেনোত্তি। এছাড়াও মারাদোনাকেও শ্রদ্ধা জানানো হয়েছে।
কোপায় আর্জেন্টিনার দল:
এমি মার্টিনেজ (গোলরক্ষক) ফ্রাঙ্কো আরমানি(গোলরক্ষক), জেরেমিনো রুল্লি(গোলরক্ষক)।
রক্ষণ: গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ানো রোমেরো, জার্মান পেজেল্লা, লুকাস কুয়ার্টা, নিকোলাস ওটামেন্দি, লিয়ান্দ্রো মার্টিনেজ, মার্কোস অ্যাকুইনা, নিকোলাস ত্যাগলিয়াফিকো।
মাঝ-মাঠ: গুইদো রদ্রিগেজ, লিয়ান্দ্রো পারাদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পল, এক্সিকুয়েল প্যালাসিওস, এনজো ফার্নান্দেজ, জিওভানি লো সেলসো।
আক্রমণ: ভ্যালেন্টিন কারবোনি, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি, আলেজান্দ্রো গার্নাচো, নিকোলাস গঞ্জালেজ, লওতেরো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ।
লিওনেল স্কালোনি(কোচ)