রাজ্য বিভাগে ফিরে যান

NEET কেলেঙ্কারি, RPF-র হাতে বাঙালি হকারের মৃত্যুর প্রতিবাদ-সহ ন’দফা দাবিতে পথসভা বাংলা জাতীয়তাবাদী সংগঠনের

June 16, 2024 | < 1 min read

বাংলা জাতীয়তাবাদী সংগঠনের পথসভা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ, রবিবার হাজরা মোড়ে এক পথসভার আয়োজন করে বাংলা জাতীয়তাবাদী সংগঠন জাতীয় বাংলা পরিষদ। NEET দুর্নীতি, RPF-র হাতে বাঙালি রেল হকারের মৃত্যু এবং চন্দননগরে বহিরাগতের হাতে বাঙালি যুবকের মৃত্যুর প্রতিবাদেই এই পথসভার আয়োজন করা হয়।

NEET বাতিল, ডোমিসাইল বি বাতিল, সরকারি চাকরিতে ৯০ শতাংশ ভূমিপুত্র সংরক্ষণ-সহ মোট ন’দফা দাবি তুলে ধরেন তাঁরা। উপস্থিত ছিলেন জাতীয় বাংলা পরিষদের সভাপতি চিকিৎসক অরিন্দম বিশ্বাস এবং সংগঠনের সম্পাদক গার্গী বন্দ্যোপাধ্যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#RPF, #Neet, #Bangla Jatiy Parishad, #Bengali hawker

আরো দেখুন