EURO 2024: পিছিয়ে থেকেও প্রত্যাবর্তন, জয় দিয়ে অভিযান শুরু ডাচদের
সংক্ষিপ্ত স্কোর:
পোল্যান্ড – ১ (অ্যাডাম বুকসা,)
নেদারল্যান্ডস– ২ (কোডি গ্যাকপো, ওয়াউট ওয়েঘর্স্ট)
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ইউরোয় আজ জয় দিয়ে নিজেদের অভিযান শুরু করল নেদারল্যান্ডস। রবিবার জার্মানির হামবুর্গের স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের প্রথম ম্যাচে পোল্যান্ডকে ১-২ গোলে হারিয়ে দিল নেদারল্যান্ডস।
ম্যাচের প্রথমার্ধে ১৬ মিনিটের মাথায় পোল্যান্ডের হয়ে গোল করেন অ্যাডাম বুকসা। অপরদিকে নেদারল্যান্ডসের হয়ে ২৯ মিনিটে গোল শোধ করেন কোডি গাকপো। এছাড়াও ৮৩ মিনিটের মাথায় নেদারল্যান্ডসের হয়ে দ্বিতীয় গোল করেন ওউট ওয়েঘোর্স্ট।
পোল্যান্ডের বিপক্ষে বড় কোনওটুর্নামেন্টে কখনও মুখোমুখি হয়নি ডাচরা। ১৯৬৮ সালের পর থেকে নেদারল্যান্ডসের সাথে মুখোমুখি দশ ম্যাচের লড়াইয়ে পোল্যান্ড জিতেছে মাত্র তিনটি ম্যাচ। বাকি সাত ম্যাচ ড্র হয়েছে। ১৯৭৯ সালে শেষবার নেদারল্যান্ডসকে হারিয়েছিল পোল্যান্ড। যদিও ৫৬ বছর আগে প্রথমটির পর থেকে এই নিয়ে ২০তম খেলাতে জিতে গেল নেদারল্যান্ডস ।