খেলা বিভাগে ফিরে যান

আলবেনিয়াকে হারিয়ে ইউরোর যাত্রা শুরু গতবারের চ্যাম্পিয়ন ইতালির

June 16, 2024 | < 1 min read

আলবেনিয়াকে হারিয়ে ইউরোর যাত্রা শুরু গতবারের চ্যাম্পিয়ন ইতালির। ছবি সৌজন্যে: football-italia

সংক্ষিপ্ত স্কোর:
ইতালি – ২ (বাস্তোনি, বারেল্লা)
আলবেনিয়া – ১ (বাজরামি)

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পিছিয়ে থেকেও দুরন্ত কামব্যাক ইতালির, জোড়া গোল করে জয় ছিনিয়ে নিলেন বাস্তোনিরা। শনিবার মধ্যরাতে ম্যাচের ২২ সেকেন্ডের মধ্যে এক গোলে এগিয়ে যায় আলবেনিয়া। রাশিয়ার দিমিত্রি কিরিচেঙ্কোরের ২০০৪ সালের রেকর্ড ভেঙে, ইউরোর ইতিহাসে দ্রুততম গোল করেন আলবেনিয়ার নেদিম বাজরামি। এগিয়ে যায় আলবেনিয়া।

১১ মিনিটের মাথায় সমতা ফেরান অ্যালেসান্দ্রো বাস্তোনি‌। শর্ট কর্নার থেকে পেল্লিগ্রিনির ভাসানো বলে নিখুঁত হেড বাস্তোনি‌র, বল জড়িয়ে যায় জালে। পাঁচ মিনিটের মধ্যেই ইতালির পক্ষে ব্যবধান বাড়ান নিকোলো বারেল্লা। দূরপাল্লার হাফ ভলিতে গোল করেন তিনি। জোড়া গোলের পরেই ম্যাচ পুরোপুরি ইতালির দখলে চলে যায়। সিলভিনহোর ছেলেদের বিরুদ্ধে জয় দিয়েই ইউরো যাত্রা শুরু করলেন গতবারের বিজয়ীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Albania, #Italy, #UEFA EURO 2024

আরো দেখুন