রাজ্য বিভাগে ফিরে যান

লোকসভা ভোটেও জুটেছে শূন্য! কলকাতা থেকে দূরে অধিবেশনের ভাবনা CPI(M)-র?

June 17, 2024 | < 1 min read

কলকাতা থেকে দূরে অধিবেশনের ভাবনা CPI(M)-র?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: একুশের পর এবারেও খাতা খুলতে পারেনি সিপিএম, কিছুতেই শূন্য পিছু ছাড়ছে না তাঁদের। ফলাফল নিয়ে ময়নাতদন্তে বসবে তাঁরা।


আগামী ১৯ জুন এবং ২০ জুন নির্বাচনী পরবর্তী বৈঠক রয়েছে। শোনা যাচ্ছে, সিপিএমের বর্ধিত রাজ্য কমিটির অধিবেশন বসবে। সব জেলায় দলের সম্পাদকমণ্ডলীর সদস্য, গণসংগঠনের রাজ্য নেতৃত্বকে নিয়ে হবে বর্ধিত অধিবেশন। আগামী জুলাই-আগস্ট মাসে বৈঠকের পরিকল্পনা নিয়েছে আলিমুদ্দিন স্ট্রিট। কিন্তু কলকাতা নয়! এবার জেলায় অধিবেশন বসানোর পক্ষে নেতারা। শোনা যাচ্ছে, বাঁকুড়া বা পুরুলিয়ায় অধিবেশন বসতে পারে।

সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এক বেসরকারি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, কলকাতা থেকে দূরে গিয়ে অধিবেশন করার পরিকল্পনা রয়েছে এবার। সিপিএমের বড় অংশের মধ্যে আজও কমিটি আঁকড়ে থাকার ঝোঁক রয়েছে বলে শোনা যায় দলের অন্দরে। জানা গিয়েছে, নির্বাচনে হারের পর্যালোচনা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ফ্রন্টের অন্দরে। বুথ স্তরের কর্মীরা কোথাও কোথাও নেতৃত্বের কৌশল নিয়ে প্রশ্ন তুলেছে। নেতারা নাকি বুথস্তরের কর্মীদের প্রশ্নের মুখে ফেলেছেন। পাল্টা দেওয়ার এ লড়াই দলের অন্দরে ক্রমশ প্রকট হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #Cpim, #politics, #Meeting, #Communists

আরো দেখুন