বাংলাজুড়ে দিকে দিকে পালিত হল দশহরা ও গঙ্গাপুজো
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রবিবার পালিত হল গঙ্গাপুজো। বাংলার নানান জায়গায়, গঙ্গার ঘাটগুলিতে সকাল থেকে চলে গঙ্গা বন্দনা। ফি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে দশহরা পালন করা হয়। পৌরাণিক কাহিনি অনুযায়ী, দশহরার দিন মহাদেবের জটা থেকে দেবী গঙ্গার সৃষ্টি হয়েছিল। সেকারণেই বছরের এই বিশেষ তিথিতে বিভিন্ন জায়গায় গঙ্গাপুজোর আয়োজন করা হয়।
রবিবার, উলুবেড়িয়ার এক নম্বর ব্লকের কাশমূল দত্তপাড়ায় মা গঙ্গার পুজো হয়। ২১ বছরে পদার্পণ করল এই পুজো। পুজো উপলক্ষ্যে গোটা গ্রাম উৎসবের চেহারা নিয়েছিল। সকাল থেকেই গ্রামবাসীরা পুজো দেওয়ার জন্য ভিড় জমান। কাশমূল দত্তপাড়ায় ধীবরদের বসবাস। মাছ ধরাই তাঁদের পেশা।
বিপদ আপদ থেকে রক্ষা পেতে তাঁরা প্রতি বছর দশহরার দিন মা গঙ্গার পুজো করেন।
শ্যামপুরের বেলাড়িতে শ্রীরামকৃষ্ণ আশ্রমের পক্ষ থেকে নদীর পাড়ে গঙ্গা পুজো করা হয়। ভক্তদের পুজোর প্রসাদ বিতরণ করা হয়। আশ্রমের সভাপতি স্বামী ভক্তিব্রতানন্দ মহারাজ পুজো করেন। আশ্রমের প্রবীণ সন্ন্যাসী স্বামী সেবানন্দ মহারাজ-সহ আশ্রমিকরা হাজির ছিলেন। এদিন বেলুড়মঠ, বাগবাজারে মায়ের ঘাট, শোভাবাজার রাজবাড়ির নবকৃষ্ণদেব ঘাটে গঙ্গা পুজোর আয়োজন করা হয়।