দেশ বিভাগে ফিরে যান

এলন মাস্কের পোস্টে জাতীয় রাজনীতিতে শোরগোল! EVM হ্যাকিং নিয়ে সরব বিরোধীরা

June 17, 2024 | < 1 min read

এলন মাস্কের পোস্টে জাতীয় রাজনীতিতে শোরগোল!

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মার্কিন ধনকুবের টেসলা কর্তা এলন মাস্কের একটি পোস্ট ঘিরে শোরগোল জাতীয় রাজনীতিতে!


হ্যাকিংয়ের আশঙ্কার কথা জানিয়ে ইভিএম বাতিলের পক্ষে জোরালো সওয়াল করেন টেসলা কর্তা। সরব হয়েছেন ইন্ডিয়া জোটের শরিকরাও। মুম্বই উত্তর-পশ্চিম লোকসভা আসনে ভোটগণনায় বেনিয়মের অভিযোগ এনেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুল বলেন, ভারতে ইভিএম ব্ল্যাক বক্স হয়ে উঠেছে। যাচাই করে দেখার অধিকার পর্যন্ত নেই! মুম্বই উত্তর-পশ্চিম আসনে কারচুপি সংক্রান্ত এক প্রতিবেদনের সঙ্গে মাস্কের পোস্ট শেয়ার করে রাহুল গান্ধী লেখেন, নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব মাস্কের দাবিকেই সমর্থন করেছেন। সপা নেতা অখিলেশ ইভিএম বাতিল করে ব্যলটে ভোটগ্রহণের দাবি জানিয়েছেন।

মাস্ক লেখেন, অবশ্যই ইভিএম বাদ দেওয়া উচিত। মানুষ অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ইভিএম হ্যাক করার ঝুঁকি রয়েছে। মাস্কের বক্তব্য নিয়ে বিজেপি নেতা তথা সদ্য প্রাক্তন কেন্দ্রীয় প্রযুক্তিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর সাফ জানান, মাক্সের ধারণা একেবারেই সরলীকৃত বিবৃতি। আমেরিকা এবং অন্যান্য দেশের ক্ষেত্রে মাস্কের ধারণা প্রযোজ্য হতে পারে। ভারতের ক্ষেত্রে নয়! কোনও নেটওয়ার্ক বা ওয়াইফাই, ব্লুটুথ ইন্টারনেটের মাধ্যমে তা হ্যাক করা যায় না। যদিও মাস্ক লেখেন, যেকোনও কিছুই হ্যাক করা যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Elon Musk, #Tesla, #Evm hack, #Electronic Voting Machine, #EVM

আরো দেখুন