সাহিত্য আকাডেমি পুরস্কার পেলেন দুই বাঙালি নারী
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সাহিত্য আকাদেমি পুরস্কার পেলেন দুই বাঙালি নারী৷ শনিবার ঘোষণা করা হয়েছে ২০২৪ সালের সাহিত্য অকাদেমির বাল সাহিত্য পুরস্কার ও যুব পুরস্কারের বিজয়ীদের তালিকা। সেই তালিকায় এবছর যুব পুরস্কার পেয়েছেন ২৩ জন। এই ২৩ জন বিভিন্ন ভাষার লেখক-লেখিকা। এছাড়া রয়েছেন আরও ২৪ জন যারা ছোটদের জন্য বিভিন্ন ভাষায় লিখেছেন ছোটগল্প, উপন্যাস, এবং ছড়া লিখে পুরস্কৃত হয়েছেন বাল সাহিত্য পুরস্কারে।
সুতপা চক্রবর্তীর ‘দেরাজে হলুদ ফুল, গতজন্ম’, দীপান্বিতা রায়ের ‘কিশোর কাহিনী সিরিজ মহীদাদুর অ্যান্টিডোট’ ও নন্দিনী সেনগুপ্ত’র ছোটদের বই ‘দ্য ব্লু হর্স অ্যান্ড আদার অ্যামেজিং অ্যানিমাল স্টোরিজ ফ্রম ইন্ডিয়ান হিস্ট্রি’ সাহিত্য জগতে ছাপ ফেলেছে ৷ পাশাপাশি, সাহিত্য আকাদেমি জুরিতে যাঁরা রয়েছেন, তাঁদের মন জয় করে নিয়েছে বাঙালি কন্যাদের এই প্রয়াস ৷ ফলে সম্মানজনক এই পুরস্কারের ঘোষণা হতেই উচ্ছ্বসিত বাঙালি পাঠকরা৷
শিলচরের সুতপা চক্রবর্তী বাংলা ভাষায় সাহিত্যচর্চার জন্য অসমের প্রথম মানুষ, যিনি এই পুরস্কার পেয়েছেন। তবে পুরস্কার পেয়ে ততটা উচ্ছ্বসিত নন সুতপা। তিনি বলেন, ‘পুরস্কার পেলে ভালোই লাগে। তবে আমি বেশি আনন্দ পাই আমার লেখালিখিতেই।’
অন্যদিকে দীপান্বিতা রায় যিনি বাল সাহিত্য পুরস্কার জিতেছেন তিনি আসানসোলের বাসিন্দা। সাহিত্যধর্মী লেখা ছাড়াও সংবাদমাধ্যমেও কাজ করেছেন তিনি। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যের ছাত্রী। শিশুদের জন্য লেখা তার উপন্যাস ‘মাহিদাদুর অ্যান্টিডোট এর হাত ধরে বাল সাহিত্য পুরস্কার পেলেন তিনি। তার এই কৃতিত্বের জন্য তার সমাজমাধ্যমে তাকে শুভেচ্ছে জানিয়েছে তার পাঠকরা।