দেশ বিভাগে ফিরে যান

পাঠ্যপুস্তকে ‘ইন্ডিয়া’ ও ‘ভারত’ দুটোই পালা করে ব্যবহার করা হবে: NCERT

June 18, 2024 | < 1 min read

পাঠ্যপুস্তকে ‘ইন্ডিয়া’ ও ‘ভারত’ দুটোই পালা করে ব্যবহার করা হবে: NCERT

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দেশের সংবিধানের মতোই এনসিইআরটি-র পাঠ্যপুস্তকে ‘ইন্ডিয়া’ ও ‘ভারত’ দুটোই পালা করে ব্যবহার করা হবে৷ এই নিয়ে বিতর্ক অর্থহীন৷ সোমবার এ কথা বললেন ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং-এর অধিকর্তা দীনেশ প্রসাদ সাকলানি৷

সামাজিক বিজ্ঞানের পাঠ্যক্রম সংশোধন করতে গিয়ে উচ্চপর্যায়ের এক কমিটি প্রস্তাব দিয়েছিল যে, সমস্ত শ্রেণির জন্য স্কুলের পাঠ্যবইয়ে ‘ইন্ডিয়া’র পরিবর্তে সেই জায়গায় ‘ভারত’ কথাটি ব্যবহার করা উচিত। এই প্রস্তাব নিয়েই শুরু হয়েছিল তুমুল বিতর্ক। এবার এ প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করল এনসিইআরটি। সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকলানি বলেন যে, দুটি শব্দই বইগুলিতে ব্যবহার করা হবে এবং কাউন্সিলের ‘ইন্ডিয়া’ বা ‘ভারত’- এই শব্দ দুটির প্রতি কোনও বিদ্বেষ নেই। তাঁর কথায়, “এটি পরিবর্তনযোগ্য.. আমাদের অবস্থান এটাই যে, আমাদের সংবিধান যা বলে, আমরা তা ধরে রাখি। আমরা ‘ইন্ডিয়া’ ব্যবহার করতে পারি, আমরা ‘ভারত’ও ব্যবহার করতে পারি, এতে সমস্যা কোথায়? আমরা সেই বিতর্কে নেই। যেখানে উপযুক্ত সেখানে আমরা ‘ইন্ডিয়া’ ব্যবহার করব, আবার যেখানে দরকার সেখানে আমরা ‘ভারত’ ব্যবহার করব।”

এনসিইআরটি সঙ্ঘ পরিবারের অনুমোদিত সংস্থার মতো কাজ করছে বলে অভিযোগ করেছেন জয়রাম। তিনি বলেন, ‘‘ সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষতার কথা স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে। যা ভারতীয় প্রজাতন্ত্রের অন্যতম ভিত্তি। কিন্তু এনসিইআরটি লাগাতার সংবিধানের ধর্মনিরপেক্ষতার উপর আঘাত করছে।’’ নিট-এর প্রশ্নপত্র ফাঁস নিয়েও কেন্দ্রকে নিশানা করেছেন এআইসিসি-র এই সাধারণ সম্পাদক (জনসংযোগ)। তাঁর অভিযোগ, বিজেপি শাসনকালে উত্তরপ্রদেশে ৪০টিরও বেশি প্রশ্ন ফাঁসের
ঘটনা ঘটেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #NCERT, #Textbooks, #BHARAT

আরো দেখুন