রাজ্য বিভাগে ফিরে যান

বাগদায় প্রার্থী দিল হাত শিবির, তবে কি বাম-কংগ্রেস জোট বিশ বাঁও জলে?

June 18, 2024 | < 1 min read

বাগদায় প্রার্থী দিল হাত শিবির, তবে কি বাম-কংগ্রেস জোট বিশ বাঁও জলে?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১০ জুলাই রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন। ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করছে একেকটি দল। বামফ্রন্টের তরফে মানিকতলা ও রানাঘাট দক্ষিণে প্রার্থী দিয়েছে সিপিএম, বাগদায় প্রার্থী দিয়েছে ফরওয়ার্ড ব্লক। রায়গঞ্জ ছাড়া হয়েছে কংগ্রেসের জন্য। আজ প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। রায়গঞ্জ আসনে প্রার্থী হয়েছেন মোহিত সেনগুপ্ত অনন্যদিকে, বাগদায় প্রার্থী হয়েছেন অশোক হালদা। বাগদায় ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হয়েছেন গৌরাদিত্য বিশ্বাস। তবে কি বাম-কংগ্রেস জোট আর টিকছে না?

TwitterFacebookWhatsAppEmailShare

#candidate, #Left-Congress alliance, #bagda, #Congress

আরো দেখুন