খেলা বিভাগে ফিরে যান

EuroCup24: ফ্রান্সের কোনওমতে জয়, বেলজিয়াম বধ স্লোভাকিয়ার

June 18, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ইউরো কাপের এক গুরুত্বপূর্ণ ম্যাচে জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট স্টেডিয়ামে মুখোমুখি হয় বেলজিয়াম বনাম স্লোভাকিয়া।

বেলজিয়ামের মিস পাস থেকে বল পেয়ে ডেডলক ভাঙেন ইভান এবং এই গোলের সুবাদেই স্লোভাকিয়া এগিয়ে যায় ১-০ গোলে। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণ এবং প্রতি আক্রমণে দুই দেশের খেলা বেশ জমে ওঠে। ৫৫ মিনিটের মাথায় লুকাকুর জোরালো শট সেভও করেন স্লোভাকিয়া গোলরক্ষক ডুভরাভকা। বেলজিয়ামকে ১-০ হারিয়ে ম্যাচ জিতে যায় স্লোভাকিয়া।

ইউরো কাপের অপর একটি ম্যাচে মুখোমুখি হয় ফ্রান্স ও অস্ট্রিয়া। প্রথমার্ধেই ফ্রান্স এগিয়ে গেলেও গোলটি তাদের কোনও খেলোয়াড় করেনি । বিপক্ষের ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে শট মেরেছিলেন এমবাপে। বল ক্লিয়ার করতে গিয়ে নিজের গোলেই ঢুকিয়ে দেন ম্যাক্সিমিলিয়ান।

খেলার ৮৫ মিনিটের মাথায় অস্ট্রিয়ার ডিফেন্ডার ডানসোর সঙ্গে সংঘর্ষে নাক ফাটে এমবাপের। রক্তে ভিজে যায় তাঁর মুখ এবং জার্সি। খেলা বন্ধ থাকে কিছুক্ষণ। অবশেষে ১-০ ম্যাচ জিতে নেয় ফ্রান্স।

TwitterFacebookWhatsAppEmailShare

#belgium, #slovakia, #Euro Cup 2024, #Austria, #france

আরো দেখুন