খেলা বিভাগে ফিরে যান

হাড্ডাহাড্ডি ম্যাচেও অধরা জয়, আলবেনিয়ার বিরুদ্ধে ড্র করে চাপে ক্রোয়েশিয়া

June 19, 2024 | < 1 min read

আলবেনিয়ার বিরুদ্ধে ড্র করে চাপে ক্রোয়েশিয়া

সংক্ষিপ্ত স্কোর:

ক্রোয়েশিয়া ২- (আন্দ্রেজ ক্রামারিচ, ক্লাউস গজাসুলা)

আলবেনিয়া ২- (কাজিম লাসি, ক্লাউস গজাসুলা)

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজকের ইউরো কাপে ড্র করে প্রবল চাপে ক্রোয়েশিয়া। স্পেনের বিরুদ্ধে পরাজয়ের পর আলবেনিয়ার বিরুদ্ধেও জয় অধরাই থাকল ক্রোটদের। প্রথম ম্যাচে স্পেনের কাছে ৩ গোলে হারের পর ইউরোতে টিকে থাকতে এই ম্যাচ ছিল ক্রোয়েশিয়ার কাছে ডু অর ডাই। কিছুটা আক্রমণাত্বক ছকেই দল সাজায় ক্রোয়েশিয়া। কিন্তু শেষ রক্ষা হয় নি।

ম্যাচের দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে আলবেনিয়ার বিরুদ্ধে দুই গোল করেছিল ক্রোয়েশিয়া। ৭৪ মিনিটের মাথায় ক্রোয়েশিয়ার হয়ে প্রথম গোল করেন আন্দ্রেজ ক্রামারিক। এছাড়াও ক্লাউস জাসুলার আত্মঘাতী গোলে ২-১ এ এগিয়ে যায় ক্রোয়েশিয়া। কিন্তু ম্যাচ শেষের অন্তিম লগ্নে আলবেনিোয়াকে সমতায় ফেরালেন সেই ক্লালুসই। ফলে ক্রোয়েশিয়া-আলবেনিয়া ম্যাচ ড্র হওয়ায় নিশ্চিত তিন পয়েন্ট হাতছাড়া হয় লুকা মদ্রিচদের।

TwitterFacebookWhatsAppEmailShare

#croatia, #UEFA EURO 2024, #Euro Cup 2024, #Albania

আরো দেখুন