খেলা বিভাগে ফিরে যান

EuroCup24: জয় দিয়ে ইউরো অভিযান শুরু পর্তুগাল-তুরস্কের

June 19, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ইউরো কাপ ২০২৪ এর গ্রুপ এফের ম্যাচে পর্তুগালের মুখোমুখি হয় চেক রিপাবলিক।

প্রথমার্ধে দুই দলই গোলশূন্য থাকে। দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটের মাথায় চেক রিপাবলিকের Provod প্রথম গোল করে দলকে এগিয়ে দেন। ৬৯ মিনিটে আত্মঘাতী গোল করেন Hranac। খেলার স্কোর দাঁড়ায় ১-১।৯০+২ মিনিটের মাথায় পর্তুগালের Conceicao গোল করে ২-১ ম্যাচ জিতিয়ে দেন।

গ্রুপ এফের অপর একটি ম্যাচে আজ মুখোমুখি হয় জর্জিয়া ও তুরস্ক। প্রথমার্ধের ২৫ মিনিটের মাথায় তুরস্কের হয়ে গোল করেন মুলদুর। ৩২ মিনিটের মাথায় Mikautadze জর্জিয়ার হয়ে গোল করে ১-১ করেন। দ্বিতীয়ার্ধে ৬৫ ও ৯০+৭ মিনিটের মাথায় গোল করেন তুরস্কের গুলের ও Aktürkoğlu। অবশেষে ৩-১ গোলে ম্যাচ জিতে নেয় তুরস্ক।

TwitterFacebookWhatsAppEmailShare

#Euro Cup, #Portugal, #Euro Cup 2024, #Georgia, #Turkey

আরো দেখুন