রাজ্য বিভাগে ফিরে যান

আরও সংকটে BJP! উপ নির্বাচনে নির্দল প্রার্থী ঘোষণা বিক্ষুব্ধদের, ঘনাচ্ছে দলীয় কোন্দল

June 19, 2024 | < 1 min read

উপ নির্বাচনে নির্দল প্রার্থী ঘোষণা বিক্ষুব্ধদের, ঘনাচ্ছে দলীয় কোন্দল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উপ নির্বাচনকে কেন্দ্র করে আরও বিপাকে বঙ্গ বিজেপি। বাগদায় দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্দল প্রার্থী ঘোষণা করল বিদ্রোহী বিজেপি নেতা-কর্মীরা। শীঘ্রই মনোনয়নও জমা দেবেন সেই প্রার্থী। উপ নির্বাচনে বিজেপির প্রার্থী ঘোষণার পরই উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি পদ থেকে পদত্যাগ করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

১০ জুলাই উপ নির্বাচন উপলক্ষ্যে একজোট হয়ে নেমে পড়েছে তৃণমূলের নেতা-কর্মীরা। অন্যদিকে, বিজেপি গোষ্ঠীকোন্দলে জেরবার। সোমবার উপ নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই বিজেপির অভ্যন্তরে কোন্দল দফায় দফায় বাড়ছে। ভোটের দিন যত এগোচ্ছে, ততই বিজেপি কর্মীরা ক্ষোভ উগরে দিচ্ছেন। বিপাকে বনগাঁ বিজেপি। বিজেপির উচ্চ নেতৃত্বের প্রতি ক্ষোভ উগরে দিয়ে নির্দল প্রার্থী ঘোষণা করে দিলেন স্থানীয় বিজেপি কর্মীরা। বাগদা থেকে নির্দল প্রার্থী হয়েছেন সত্যজিৎ মজুমদার। আরএসএসের পুরনো সংগঠক বিক্ষুব্ধ বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী হিসেবে লড়বেন।

অন্যদিকে, বাগদা উপ নির্বাচনে বিজেপির ঘোষিত প্রার্থী বিনয় বিশ্বাস। তাঁকে নিয়ে বিজেপি দলে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। বহিরাগত প্রার্থীকে মেনে নিতে নারাজ বাগদার বিজেপি কর্মীরা। প্রার্থী মেনে নিতে না পেরে পদত্যাগ করেছেন বাগদা-২ মন্ডলের বিজেপি সভাপতি সমীর বিশ্বাস।

দীর্ঘদিনের আরএসএসের সঙ্গে যুক্ত সত্যজিৎ মজুমদার প্রার্থী হতেই উজ্জীবিত কর্মীরা। বিদ্রোহের আঁচ রয়েছে রায়গঞ্জের গেরুয়া শিবিরে। দলবদলুকে প্রার্থী করায় বিদ্রোহ ঘোষণা করেছে সেখানকার বিজেপির একাংশ। প্রার্থী নিয়ে ক্ষোভের মাঝে বিজেপির জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন বাসুদেব সরকার।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp workers, #independent candidates, #By Poll, #bagda

আরো দেখুন