উপ নির্বাচন উপলক্ষ্যে মনোনয়নপত্র পেশ মানিকতলা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর, কেমন চলছে প্রচার?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আসন্ন উপ নির্বাচন উপলক্ষ্যে জন্য মঙ্গলবার মনোনয়নপত্র জমা দিলেন মানিকতলা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুপ্তি পান্ডে। মন্দিরে পুজো দিয়ে জেশপ বিল্ডিংয়ে গিয়ে মনোনয়ন জমা দেন তৃণমূল প্রার্থী। তাঁর মেয়ে শ্রেয়া পান্ডে এবং প্রার্থীর মুখ্য নির্বাচনী এজেন্ট অনিন্দকিশোর রাউত সঙ্গে ছিলেন। জেতার বিষয়ে ১০০ শতাংশ আশাবাদী তৃণমূল প্রার্থী।
মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ ও রায়গঞ্জ আসনে ১০ জুলাই বিধানসভা উপ নির্বাচন হবে। চার কেন্দ্রে জয় ছিনিয়ে আনতে তৃণমূল প্রচার ও সাংগঠনিক কাজকর্মে কোনও খামতি রাখা হচ্ছে না।
তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদারকে রায়গঞ্জে পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। রানাঘাট দক্ষিণ কেন্দ্রের উপ নির্বাচনের জন্য শঙ্কর সিংহকেও প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। বাগদা বিধানসভা উপ নির্বাচনের জন্য সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে পার্থ ভৌমিক ও নারায়ণ গোস্বামীকে। মানিকতলা পর্যবেক্ষণ করছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তৃণমূল নেতৃত্ব আশাবাদী, চার কেন্দ্রেই জয় পেতে পারে জোড়াফুল শিবির।