কলকাতা বিভাগে ফিরে যান

Mercer-এর সমীক্ষায় দেশের সবচেয়ে ব্যয়বহুল শহর মুম্বই! কোথায় দাঁড়িয়ে কলকাতা?

June 19, 2024 | < 1 min read

Mercer-এর ২০২৪ সালের কস্ট অফ লিভিং সমীক্ষা অনুাযায়ী, থাকা-খাওয়ার খরচে সবচেয়ে দামি শহর দেশের বাণিজ্যিক রাজধানী মুম্বই। অনেক কম কলকাতায় জীবনযাপনের খরচ। দেশের ও বিদেশের তাবড় শহরের তুলনায় কলকাতায় বাড়ি ভাড়া, খাবারের খরচ অনেক কম। মুম্বই, দিল্লির সঙ্গে কোনও তুলনাই হয় না। গোটা বিশ্বের মধ্যে ব্যয়বহুল শহরের তালিকায় কলকাতা প্রথম ২০০-তেও নেই। মার্সারের সমীক্ষায় এমন তথ্যই উঠে এসেছে।

এবারেও বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তকমা পেয়েছে হংকং। মার্সারের প্রকাশিত তালিকায়, বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় মুম্বইয়ের স্থান ১৩৬। ১১ ধাপ এগিয়ে এসেছে মুম্বই। দিল্লি স্থান ১৬৪-এ। চেন্নাই নেমেছে ১৮৯-তে বেঙ্গালুরু ছয় ধাপ নেমে ১৯৫-এ এবং হায়দ্রাবাদ ২০২-এ রয়েছে। পুনে ২০৫-এ আছে। কলকাতা ২০৭-এ পৌঁছেছে। মুম্বই এশিয়া মহাদেশের ২১তম সবচেয়ে ব্যয়বহুল শহর। দিল্লি ৩০ তম। দিল্লিতে বাড়ি ভাড়া সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে, প্রায় ১২-১৫ শতাংশ। মুম্বইয়ে ৬-৮ শতাংশ, বেঙ্গালুরুতে ৩-৬ শতাংশ। পুনে, হায়দ্রাবাদ এবং চেন্নাইতে ২-৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কলকাতা দুধ, দুগ্ধজাত পণ্য, রুটি জাতীয় খাবার, পানীয়, তেল, ফল ও সবজির জন্য সবচেয়ে সাশ্রয়ী। দিল্লিতে অ্যালকোহল এবং তামাকজাত পণ্যের দাম সবচেয়ে কম।

TwitterFacebookWhatsAppEmailShare

#mercer survey, #Kolkata, #survey, #mercer

আরো দেখুন