কলকাতা বিভাগে ফিরে যান

Euro Cup 2024: এগিয়ে গিয়েও সার্বিয়ার বিরুদ্ধে ড্র করল স্লোভেনিয়া

June 20, 2024 | < 1 min read

সংক্ষিপ্ত স্কোর:

স্লোভেনিয়া- ১ (ইয়ান কার্নিচনিক ৬৯’)

সার্বিয়া- (লুকা জোভিচ ৯০+৫’)

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজকের ইউরো কাপের ‘গ্রুপ সি’-র ম্যাচে ১-১ গোলে মাঠ ছাড়ল স্লোভেনিয়া ও সার্বিয়া।

ম্যাচের ৬৯ মিনিটের মাথায় স্লোভেনিয়ার হয়ে প্রথম গোল করেছিলেন জান কারনিনিক। অপরদিকে ৯০+৫ মিনিটের মাথায় সার্বিয়ার হয়ে গোল করেন লুকা জভিক।

দুই দলই নিজেদের গোল সংখ্যা বাড়িয়ে নেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছিল। শেষ পর্যন্ত ড্র করেই সন্তুষ্ট থাকতে হল স্লোভেনিয়া ও সার্বিয়াকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Euro Cup, #Serbia, #Euro Cup 2024, #Slovenia

আরো দেখুন