খেলা বিভাগে ফিরে যান

স্কটল্যান্ডর পর হাঙ্গেরির বিরুদ্ধেও সহজ জয় জার্মানদের

June 20, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: স্কোর:
জার্মানি: ২ (জামাল মুসিয়ালা, ইকে গুন্ডোগান)
হাঙ্গেরি: ০

চলতি ইউরোতে অন্যতম ফেভারিট দল জার্মানি। স্কটল্যান্ডর পর হাঙ্গেরির বিরুদ্ধেও সহজ জয় পেল তাঁরা। জার্মানি বুধবার ২-০ গোলে হাঙ্গেরিকে হারিয়েছে, জার্মানির হয়ে গোল দুটি করেন জামাল মুসিয়ালা ও ইকে গুন্ডোগান। তবে ম্যাচের প্রথমার্ধে বেশ কয়েকবার গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিল হাঙ্গেরি। দু’বার রক্ষা করেন ম্যানুয়েল ন্যুয়ের।

স্কটল্যান্ডকে পাঁচ গোলে হারিয়ে ইউরোর অভিযান শুরু করেছিল জার্মানি। এদিন ২২ মিনিটে বক্সের জটলার মধ্যে থেকে গুন্ডোগানের সাজিয়ে দেওয়া বল থেকে গোল করেন মুসিয়ালা। সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল হাঙ্গেরি। ফ্রি-কিক থেকে সোবোস্লাইয়ের শট রুখে দেন জার্মান গোলরক্ষক। এরপর সংযোজিত সময়ে হাঙ্গেরি গোল করলেও, অফ-সাইডের কারণে তা বাতিল হয়। বিরতির পর দ্বিতীয়ার্ধে ম্যাচে একচ্ছত্র দাপট দেখায় জার্মানি। ৬৭ মিনিটে দুরন্ত গোল করে ব্যবধান বাড়ান গুন্ডোগান।

TwitterFacebookWhatsAppEmailShare

#Hungary, #Euro Cup 2024, #Germany, #Euro Cup

আরো দেখুন